গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দদের তালিকা যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ এবং প্রমাণ রয়েছে তারা হল(কেন্দ্রীয় তালিকা): জনাব সৈয়দ খাজা খায়েরুদ্দিন, জনাব এ কিউ এম শফিকুল ইসলাম, অধ্যাপক গোলাম আযম, জনাব মাহমুদ আলী, জনাব আব্দুল জব্বার খদ্দর, মওলানা সিদ্দিক আহমদ, জনাব আবুল কাশেম, জনাব মোহন মিয়া, মওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম, জনাব আব্দুল মতিন, অধ্যাপক গোলাম সারোয়ার, পীর মোহসেন উদ্দিন, জনাব এএসএম সোলায়মান, জনাব এ. কে রফিকুল হোসেন, জনাব নুরুজ্জামান, জনাব আতাউল হক খান, জনাব তোয়াহা বিন হাবিব, মেজর (অব) আফসার উদ্দিন, দেওয়ান ওয়ারাসাত আলী, এবং হাকিম ইরতেজাউর রহমান খান। আব্বাস আলী খান, জামাতে ইসলামী বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মতিউর রহমান নিজামী, পিতা-খন্দকার লুৎফর রহমান, গ্রাম-মন্মথপুর, পো:বেড়া, সোনাতলা, থানা সাঁথিয়া, পাবনা মো: কামরুজ্জামান, জামাতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল আলীম, যুদ্ধের সময় জয়পুরহাটের শান্তি কমিটির চেয়ারম্যান ছিল মোহাম্মদ আয়েন উদ-দীন, পিতা-মৃত মো: মইনুদ্দিন, গ্রাম+পোস্ট-শ্যামপুর, থানা-মহিতারা, রাজশাহী দেলোয়ার হোসেন সাঈদী, গ্রাম-সউতখালী, থানা-পিরোজপুর, পিরোজপুর জামাতে ইসলামীর মজলিসের শুরার সদস্য মৃত মওলানা আবদুল মান্নান, চাঁদপুর আনোয়ার জাহিদ, ষাটের দশকে পূর্ব পাকিস্তান কমিউনিষ্ট পার্টি ও ভাসানী ন্যাপের অন্যতম নেতা, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল ছিল আবদুল কাদির মোল্লা, জামাতে ইসলামের প্রচার সম্পাদক এ এস এম সোলায়মান, পিতা-মো: জোনাব আলী, গ্রাম-বৈদ্যের বাজার, পো: বৈদ্যের বাজার, থানা-সোনারগাঁ, নারায়ণগঞ্জ ফজলুল কাদের চৌধুরী-থানা-রাউজান, চট্টগ্রাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, পিতা-মৃত ফজলুল কাদের চৌধুরী, থানা-রাউজান, চট্টগ্রাম মওলানা আব্দুস সোবহান, পিতা-মৃত নঈমুদ্দিন, মহল্লা-পাথরতলা, পাবনা মওলানা এ কে এম ইউসুফ, গ্রাম-রাজৈর, থানা-স্মরণখোলা, জেলা-বাগেরহাট আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, ইসলামী ছাত্রসংঘের সভাপতি এবং আলবদর বাহিনীর ঢাকা মহানগরীর প্রধান। এ বি এম খালেক মজুমদার, পিতা-আবদুল মজিদ মজুমদার, গ্রাম-দোহাড্ডা, থানা-হাজিগঞ্জ, কুমিল্লা বিভাগ ওয়ারী তালিকা ঢাকা বিভাগ ময়মনসিংহ রিয়াজ উদ্দিন-জামায়াত নেতা , ফুলবাড়িয়া, ময়মনসিংহ জামালপুর মওলানা আব্দুল বারী, সাং-গোবিন্দপুর, থানা-সরিষাবাড়ি, জামালপুর, জামায়ত নেতা শেরপুর আনোয়ার হোসাইন অন্তু শেরপুর টাউন শেরপুর। ইসলামী ছাত্র সংঘের নেতা নেত্রকোনা মওলানা ফজলুল করিম, সাং-বিসিউড়া, থানা-নেত্রকোনা সদর, নেত্রকোনা। জামায়ত নেতা নোয়াখালী জেলা ফজলে আজিম-জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মহিউদ্দীন- জামায়াতে ইসলামীর নেতা মাগুরা জেলা রিজু-ইসলামী ছাত্রসংঘ কবির -ইসলামী ছাত্রসংঘ দালাল/কলাবরেটর: রাজশাহী বিশ্ববিদ্যালয় আসামী: ড. মতিয়ুর রহমান, ড. ওয়াসিম, ড. শরীফ আহমেদ, সিদ্দিক প্যাটেল নীলফামারী জেলা কাইয়ুম মুন্সী -জামাতে ইসলামীর নেতা মওলানা আবদুল কাইয়ুম-জামাতে ইসলামীর নেতা মতিন হাশমী -জামাতে ইসলামীর নেতা অন্যান্য মওলানা মোহাম্মদ উল্লাহ, (হাফেজ্জী হুজুর) সভাপতি, খেলাফত আন্দোলন, গ্রাম-সোহাগপুর, থানা-বেলকুচি, পাবনা আখতার ফারুক, সম্পাদক, খেলাফত আন্দোলন, দৈনিক সংগ্রাম মওলানা মুফতী দীন মোহম্মদ খান, সম্পাদক জামিয়া ফোরকানীয়া মওলানা সিদ্দিক আহমদ, সভাপতি, জামেয়াতুল ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম মওলানা মোস্তফা আল মাদানী, সহ- সভাপতি, জামেয়াতুল ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম মওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক, জামেয়াতুল ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম মওলানা ইসহাক, কর্মকর্তা নেজামে ইসলাম, মওলনা মোহাম্মদ ইউসুফ, অধ্য কাসেমুল উলুম পটিয়া, চট্টগ্রাম মওলানা আজিজুর রহমান, সম্পাদক, হিজবুল্লা, শর্সিনা, বরিশাল আব্দুল কাদের মোল্লা, সদস্য ইসলামী ছাত্র সংঘ নুরুল ইসলাম, সভাপতি, ইসলামী ছাত্র সংঘ পূর্ব পাকিস্তান সৈয়দ শাহ জামাল চৌধুরী, সভাপতি ইসলামী ছাত্রসংঘ, ঢাকা অধ্যাপক ওসমান রনজ, আমীল, জামায়াতে ইসলামী, চট্টগ্রাম শাখা শফিকুল্লা, সম্পাদক, শ্রম ও সমাজ কল্যাণ, জামায়াতে ইসলামী মওলানা মুহাম্মদ আব্দুর রহীম, সহ-সভাপতি, জামায়াতে ইসলামী, অধ্যাপক গোলাম আজম, আমীর জামায়াতে ইসলামী, গ্রাম-বীরগাঁও, থানা-নবীনগর, কুমিল্লা মোস্তফা শওকত ইমরান, সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র সংঘ, ঢাকা শহর, আ. ম. রুহুল কুদ্দুস, কেন্দ্রীয় কর্মকর্তা জামায়াতে ইসলামী, গ্রাম-জায়গীরমহল, থানা-পাইকপাড়া, খুলনা, মাহবুবুর রহমান গুরহা, সদস্য, জামায়াতে ইসলামী এনামুল হক মঞ্জু, সভাপতি, ইসলামী ছাত্রসংঘ, চট্টগ্রাম কলেজ শাখা আবু নাসের, সভাপতি, ইসলামী ছাত্রসংঘ, চট্টগ্রাম জেলা আজহারুল ইসলাম, সভাপতি, ইসলামী ছাত্রসংঘ, রাজশাহী জেলা সরদার আব্দুস সালাম, সভাপতি, ইসলামী ছাত্রসংঘ, ঢাকা জেলা মীর আবুল কাসেম, সভাপতি, ইসলামী ছাত্রসংঘ পূর্ব পাকিস্তান আব্দুল বারী, সভাপতি, ইসলামী ছাত্রসংঘ, জামালপুর জেলা মতিউর রহমান খান, সভাপতি, ইসলামী ছাত্রসংঘ, খুলনা জেলা মোহাম্মদ ইউসুফ, সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্রসংঘ মাহমুদ আলী, সহ-সভাপতি, পাকিস্তান ডেমোক্রোটিক পার্টি, সুনামগঞ্জ ফরিদ আহমেদ, সহ-সভাপতি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি মওলানা আব্দুল জব্বার. সহ-সভাপতি পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, গ্রাম-গনক, থানা-সোনাগাজী, ফেনী নূরুল আমিন, সহ-সভাপতি পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, গ্রাম-বাহাদুরপুর, থানা নান্দাইল, ময়মনসিংহ আবু জাফর মোহাম্মদ সালেহ, পীর শর্সিনা, গ্রাম-শর্সিনা, বরিশাল ড. সৈয়দ সাজ্জাদ হোসেন, উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, জোহরা মঞ্জিল, নাজিম উদ্দিন রোড, ঢাকা ড. আব্দুল বারী, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় মশিয়ূর রহমান ( যাদু মিয়া) রংপুর, ড. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ড. হাসান জাহান, অধ্যাপক, আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মোহর আলী, রীডার, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় হাফেজ মকবুল আহমেদ, চট্টগ্রাম চৌধুরী মঈন উদ্দিন, চট্টগ্রাম আশরাফুজ্জামান খান- চট্টগ্রাম ড. হাবিবুল্লা, অধ্যাপক, শিক্ষা গবেষণা ইন্সটিটিউস, ঢাকা মওলানা নূর আহমেদ, সম্পাদক, দাওতুল হক মওলানা আব্দুল মান্নান, সভাপতি, মোদাচ্ছারিন, গ্রাম-কেরোয়া, থানা-ফরিদগঞ্জ, চাঁদপুর এটিএম মতিন, গ্রাম-আশ্বিনপুর, থানা-মতলব, কুমিল্লা ঢাকা বিভাগ ময়মনসিংহ মো: আব্দুল হান্নান, গ্রাম-নতুন বাজার, ময়মনসিংহ- মুসলিম লীগ নেতা ছিল, বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত আছেন। আমান উল্লাহ চৌধুরী, গ্রাম-ধামচইর, থানা-ভালুকা, ময়মনসিংহ-মুসলীম লীগ নেতা ছিল। মৃত আফতাব উদ্দিন চৌধুরী, (চাঁন মিয়া) থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ। মুসলীম লীগের প্রভাবশালী নেতা । মৃত মফিজ উদ্দিন চেয়ারম্যান, শান্তি কমিটির সভাপতি- থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ (মুসলীমলীগ) আব্দুল জলিল মিয়া-মুসলিম লীগ নেতা, সাবেক এমপি, থানা হালুয়াঘাট, ময়মনসিংহ (মুসলীম লীগ) আব্দুল জলিল মিয়া-মুসলিম লীগ, ফুলপুর রাজশাহী বিভাগ রাজশাহী জেলা: আয়েন উদ্দীন- মুসলিম লীগের সদস্য লালমনিরহাট জেলা: মহসিন ডাক্তার মুসলিম লীগার শহীদ আলী- মুসলিম লীগার মোশারফ মাস্টার- মুসলিম লীগার চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলা: ফজলুল কাদের চৌধুরী-মুসলিম লীগার সালাউদ্দিন কাদের চৌধুরী-মুসলীম লীগার ওহিদুল আলম মুসলীম লীগার আলী আহম্মদ টিকে মুসলীম লীগার নোয়াখালী জেলা: অপরাধী: মুনীর-শান্তি কমিটির সেক্রেটারি ফজলে আজিম-জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মহিউদ্দীন- জামায়াতে ইসলামীর নেতা অন্যান্য ফজলুল কাদের চৌধুরী, সভাপতি, মুসলিম লীগ, গুড সাহেবের পাহাড়, চট্টগ্রাম, এ এনএম ইউসুফ, সাধারণ সম্পাদক মুসলিম লীগ, গ্রাম-দাদপাড়া, থানা-কুলাউড়া, সিলেট শামছুল হুদা, সভাপতি, মুসলিম লীগ- ডিওএইচএস, মহাখালী, ঢাকা সালাউদ্দিন কাদের চৌধুরী, কার্যকরী সদস্য, গুডস হিল, রহমতগঞ্জ, চট্টগ্রাম কে. জি. করিম, সাধারণ সম্পাদক, মুসলিম ছাত্র লীগ আতাউল হক খান, সাধারণ যুগ্ম সম্পাদক, প্রাদেশিক মুসলিম লীগ এ কে এম মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক, মুসলিম লীগ সাদ আহমেদ, সভাপতি কুষ্টিয়া জেলা, মুসলিম লীগ আবুল কাশেম, সাধারণ সম্পাদক, মুসলিম লীগ, উলিপুর, কুড়িগ্রাম এডভোকেট মজিবর রহমান, কেন্দ্রীয় সদস্য, মুসলিম লীগ (কাইয়ুম), কুমিল্লা আব্দুল আলীম, কর্মকর্তা মুসলিম লীগ, গ্রাম, থানা+ জয়পুরহাট নূরুল আনোয়ার, কর্মকর্তা, মুসলিম লীগ, চট্টগ্রাম, ইউসুফ আলী, চৌধুরী, সদস্য, মুসলিম লীগ সর্বস্বত্ত সংরক্ষনঃ সেরিব্রাল ক্যাকটাস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।