বিশ্বজুড়ে প্রতিনিয়ত প্রযুক্তিপণ্য ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় বিষয় অ্যাপল কখন নতুন পণ্য নিয়ে হাজির হয়। বর্তমান সময়ে অ্যাপল ব্যবহারকারীদের কাছে আকর্ষণের বিষয় হয়ে উঠেছে আইফোন-৫। সমপ্রতি প্রযুক্তি প্রতিষ্ঠান ফঙকন কর্তৃপৰ জানিয়েছে, চলতি বছরের জুনের মধ্যে আইফোন-৫ বাজারে আনতে অ্যাপল ইতোমধ্যে ১৮ হাজার অতিরিক্ত কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। কারণ আইফোন-৫-এর লাধিক অর্ডার জুনের মধ্যেই শেষ করতে হবে বলে ফঙকন তার কর্মীদের জানিয়েছে। এ ছাড়া সাধারণত বছরের মাঝামাঝি সময়ে অ্যাপল বাজারে নতুন পণ্য নিয়ে আসে।
আইফোন-৫ বাজারে আনার েত্েরও এ ধারাবাহিকতা থাকবে। আগামী ১১ জুন বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউ ডব্লিউ ডিসি) আইফোন-৫ উন্মোচিত হতে পারে। গত বছরের অক্টোবরে আইফোন-৫ আসার কথা থাকলেও শুধু আইফোন ৪এস এনেছিল বাজারে। আইফোন-৫ নিয়ে ভক্তদের উৎকণ্ঠা অনেক বেশি। এর গুণগত বৈশিষ্ট্যের মধ্যে ৪.৬ ইঞ্চির পর্দা এবং হাইডেফিনেশন রেটিনা ডিসপেস্ন অন্যতম।
২০০৭ সালে প্রযুক্তির কিংবদন্তি স্টিভ জবসের হাত ধরে আইফোন বাজারে আনে অ্যাপল। এরপর এ পণ্যটি শুধুই বিশ্ব বাজিমাত করছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।