চলতি বছরের জুন মাসে পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সেতুর নকশায় কোনো পরিবর্তন হবে না জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, “পরিবর্তন শুধু অর্থায়নে। আগে বিশ্বব্যাংকের সহায়তায় পদ্মা সেতু করার কথা ছিল। এখন আমরা নিজস্ব অর্থায়নে সেতুর কাজ শুরু করব।”
পদ্মা সেতু নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণ, হুকুমদখল, ভূমি উন্নয়ন ও পুনর্বাসনের কাজ প্রায় শেষ দিকে বলেও জানান মন্ত্রী। দেশের বৃহত্তম এই সেতু পদ্মা নদীর মাওয়া পয়েন্টে বাংলাদেশের তিনটি অঞ্চলের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ স্থাপন করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।