আমাদের কথা খুঁজে নিন

   

জুনে আসছে অ্যাপলের আইফোন ৫

তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা অ্যাপলের আইফোন ৫ বাজারে আসছে আগামী জুনে। ১১ জুন শুরু হওয়া ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) নতুন এ আইফোন বাজারে আসবে বলে জানা গেছে। নতুন এ তারিখে আইফোন ৫ বাজারে আনতে অ্যাপল পণ্যের অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন টেকনোলজি গ্রুপ বাড়তি ১৮ হাজার শ্রমিক নিয়োগ দিয়েছে বলেও খবর পাওয়া গেছে। বাজারে আইফোন আনার নিয়ম অনুযায়ী এর আগে আইফোনের আগের সংস্করণ আইফোন ৪এস বাজারে এসেছিল ২০১১ সালের অক্টোবরে।

আর এবারের নতুন আইফোন বাজারে আসবে অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে, এমনই আশা করা হচ্ছে। এর আগে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি মিডিয়ায় খবর এসেছে, ষষ্ঠ প্রজন্মের আইফোন বাজারে আসছে। এই আইফোনে থাকবে ৪.৬ ইঞ্চি রেটিনা পর্দা যা সর্বশেষ বাজারে আসা আইপ্যাডে রয়েছে। এখন অ্যাপলপ্রেমীদের চোখ নতুন আইফোনের দিকে। ২০০৭ সালে প্রথমবার বাজারে আসার পরই স্মার্টফোনপ্রেমীদের পছন্দের শীর্ষে জায়গা করে নেয় আইফোন।

পরবর্তী সময় আইফোনের নতুন সংস্করণগুলোও লুফে নেন আগ্রহী ব্যবহারকারীরা। অ্যাপলের পুরো আয়ের অর্ধেকের মতোই আসে আইফোন বিক্রি থেকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.