আমাদের কথা খুঁজে নিন

   

জুনে সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত

বুধবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, “জাতীয় দলের ইংল্যান্ড সফরের কারণে আমরা এ মৌসুমে সুপার কাপ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ইংল্যান্ড সফর স্থগিত হয়ে যাওয়ায় জুনে সুপার কাপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ” “চার-পাঁচটি ক্লাবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা এই টুর্নামেন্টে খেলতে রাজি। শুধু শেখ জামাল ধানমন্ডি ক্লাব এখনো কিছু জানায়নি।

আশা করি তারাও অংশ নেবে। ” সালাউদ্দিন আরো বলেন, “আগামী সেপ্টেম্বরে সাফ ফুটবল। তার আগে তরুণ খেলোয়াড়রা সুপার কাপে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে। আশা করি এই টুর্নামেন্ট থেকে কয়েক জন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে পাবো আমরা। ” বাফুফে সভাপতি জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে প্রতিযোগিতার দিনক্ষণ ঠিক করা হবে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সেরা আটটি দল নিয়ে সুপার কাপের আয়োজন করা হবে। কোনো দল খেলতে না চাইলে দলের সংখ্যাও কমে আসবে। ২০০৯ এবং ২০১১ সালের সুপার কাপে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেড চ্যাম্পিয়ন হয়েছিল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.