আমাদের কথা খুঁজে নিন

   

জুনে শুরু পদ্মা সেতুর কাজ: যোগাযোগমন্ত্রী

জুন মাসের মধ্যে মূল পদ্মা সেতু এবং একই সঙ্গে নদী শাসনের কাজ হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে লৌহজংয়ের মাওয়া এলাকায় পদ্মা সেতু প্রকল্প কাজ পরিদর্শন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী জুন মাসের মধ্যে মূল পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা। এছাড়া একই সঙ্গে নদী শাসন কাজও শুরু করা হবে। এতে ব্যয় হবে সাত হাজার কোটি টাকা।

বিএনপিসহ ১৮ দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমি আমার কাজ করতে এসেছি। এখানে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.