এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
আমরা ভ্রমণ বাংলাদেশ এর সদস্যরা সারা বছরই দেশের বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে থাকি, এবার ৩৪ জন সদস্য নিয়ে আমার ট্যুর ছিল হামহামে.....
আমাদের দেশের নয়ানাভিরাম পর্যটন ক্ষেত্রের নতুন আবিস্কৃত রোমাঞ্চকর জলপ্রপাত হল 'হামহাম' জলপ্রপাত ।
এ জলপ্রপাতটি মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা সংরক্ষিত বনের গহীনে ত্রিপুরা সিমান্ত ঘেষে অবস্থিত । পাহাড়ী অধিবাসীরা পানি পতনের স্রোতধ্বনিকে 'হামহাম' বলে । তাই এই জলপ্রপাতটি 'হামহাম' নামে পরিচিত । দূর্গম পাহাড়ের ভেতর 'হামহাম' জলপ্রপাতের চারদিকে গাছ-গাছালি ও প্রকৃতিক বাঁশবনে ভরপুর আর ডলু, মুলি, মিরতিঙ্গা, কালি ইত্যাদি অদ্ভুত নামের বিভিন্ন প্রজাতির বাঁশবাগান পর্যটকদের দেয় বাড়তি আনন্দ । চলুন তাহলে যাওয়া যাক হামহামে, আজ তার শেষ পর্ব ........
এমন দূর্গম বাঁশ বনের ভেতর দিয়ে খাল পাড়ি দিয়ে হাঁটতে থাকি.....
বিশালার এই পিচ্ছিল পাথরগুলো পাড়ি দিয়ে যাওয়াটা কিন্তু বেশ বিপদ জনক ও বটে .....
ক্যামেরার পিছনে থাকতে থাকতে ক্লান্ত, তাই পাথরগুলোর উপরে ক্যামেরার সামনে একটু বসা
বাঁশঝাড় কেমন সুড়ঙ্গ আকৃতির সৌন্দর্য সৃষ্টি করেছে না দেখলে বুঝানো যাবে না ।
এতোক্ষণ শুধু শব্দ শুনছিলাম, এবার তিন ঘন্টার দূর্গম পথ পাড়ি দিয়ে যাকে দেখতে আশা তার দেখা মিলল............
তখন ক্ষিদেটা কেমন লেগেছিল এই ছবিটাই বলে দিচ্ছে........
ভ্রমণ বাংলার পুরো 'হামহাম' টিম.......
১৬০ ফুট উচ্চতার যেখান থেকে পানি পড়ছে সেখানে ও কিছু দুঃসাহসী পর্যটক ।
এবার ফিরে আসার পালা...........
এই দূর্গম পথে একজন আবার চা বিক্রির জন্য অস্থায়ী দোকান পেতে বসেছে ।
ফিরছি আবার অন্য পথে, এটা পাহাড়ি পথ । কমপক্ষে ১০০০ ফুট উচ্চতার পাহাড় বাইতে হয়েছে । পাহাড় বেয়ে আসাটা আরো কঠিন করে দিয়েছে বৃষ্টি, পিচ্ছিল পাহাড় পথে হাটাটা এক সময় প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল ।
তবে পাহাড়ি পথে আড়াই ঘন্টা হাটতে হয়, আর যাবার সময়ের পানি পথটা ছিল তিন ঘন্টার পথ ।
এই পথে আবার জোঁকের উপদ্রবটা একটু বেশী........
জোঁকের কামড়ে আক্রান্ত এক বন্ধু
এক সময় শেষ হয়ে এল আমাদের কঠিন হামহাম এডভেঞ্চার ।
ভাল থাকুন সবাই.................
আগের পর্বের লিঙ্ক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।