বিজ্ঞানী কলিন্স পড়ে চাঁদে যাওয়ার দোয়া। আমি ইমরান মাঝি দেখো ছইয়ের মধ্যে শোয়া মহাসময়ের কথা এলে জীবন তুচ্ছ মনে হয় আর জীবনের কথা এলে মহাসময় বেদনা তৈরি করে।
প্রাপ্তি- প্রাপ্তি ঘটায় না তেমন প্রাপ্তির পূর্বে যেমন আকাঙ্ক্ষা থাকে।
প্রত্যেকটা মানুষের এক স্বতন্ত্র জীবন দর্শন থাকে। চেতনে অবচেতনে প্রকাশ্যে গোপনে তার পৃষ্ঠায় চিহ্ন এঁকে সময়ের সাথে বোঝা পরা করে।
কথনও বা বর্তমান জ্ঞানীদের মূর্খ আর সাধারণদের আমার জ্ঞানী মনে হয়।
বয়স বৃদ্ধি সঙ্গে সঙ্গে সম্ববনা কমে, মানুষ প্রাকৃতিক চক্রান্তে জীবন নিঃশ্বেস করে।
আর মনকে ধারন করার মতা সর্ম্পণ কোন দেহ নাই।
বোকার সংখ্যা বৃদ্ধি করে টিকিয়ে রেখেছে বিশ্ব কর্মযজ্ঞ এই। সত্যের পথে বিভ্রান্ত হয়েছে জ্ঞানী আর সন্তান জন্মদান এক চক্রান্ত মনে হয়।
জীবন তুচ্ছ করে আমি কী মহাসময়ের দিকে যাবো। সত্য কী হবে মন অসীম সময়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।