পথে যেতে যেতে,দেখছি না আজ কিছু
হারিয়েছি কিযে,ভেবে মন উচাটন
রাতের গভীরে,ফিরে গেছি তার পিছু
মনকে বলেছি আজ তবে কিছু শোন।
সে যে চলে গেল,রেখে গেল তার স্মৃতি
ভালবাসা ছিল, ফুরিয়ে হয়েছে জল
জীবন এখন থামিয়ে দিয়েছে যতি
কথার বাঁশিতে থেমে আছে কোলাহল।
পথে যেতে যেতে,এখনও মনে পড়ে
একজন ছিল,ভিন্ মানুষের রূপে
আজকে আঁধারে জীবন গিয়েছে ঝরে
মন জানে সব; কেউ না জানুক তবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।