নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি।
মনকে আমি দুরে সরাই
মনকে আমি দুরে সরাই
মন কেন সরে না?
মনের মাঝে আছে কে
মন কেন তা জানে না?
মনের মাঝে স্বপ্ন থাকে
মনের মাঝেই থাকি!
মনটা যে খুব পাজি
মনেই তাহার ছবি আকি!
মনে মনে স্বপ্ন পোড়াই
মন থেকে বলি ভালবাসি
মনে ভাসা মনেই ডুবা
মনে মনেই সুখসাগরে ভাসি
মন নিয়ে কত্তো কথা
মনে মনেই রেগে থাকা!
মনকে নিয়ে এলেমেলো
মনে মনেই সুখে থাকা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।