কথা : বিলাল হোসাইন নূরী
সুর : বেলাল খান
শিল্পী : মারুফ আল্লাম
মনকে বলেছি মন পাখি হয়ে যাও-
সবুজের ভাঁজে ভাঁজে পাখনা ছড়াও।
দেশ নিয়ে লেখা যত প্রীতিময় গান
সুরেলা কণ্ঠ ছেড়ে গাও তুমি গাও। ।
ফসলের মাঠ দেখো- আহা কতদূর,
পাতার পরীরা কোথা বাজায় নূপুর।
মেঘনা যমুনা ছোটে কোন মোহনায়-
কার খোঁজে ভেসে চলে পালতোলা নাও।
।
জুঁই কেয়া কামিনীর সুবাসিত প্রাণ-
বাতাসে ওড়ায় দেখো সুকোমল ঘ্রাণ।
কোন্ বনে নেচে যায় কাজলী ভ্রমর-
তার মত ফুল থেকে মধু তুলে খাও । ।
পাহাড়ী ললনা ওই ঝরনা যখন-
ভালবেসে ছুঁয়ে যায় সবুজের মন।
আকাশ-বিহারী হয়ে সেই মায়ারূপ-
দু'চোখের ছায়াপটে নাও এঁকে নাও । ।
এখানে ক্লিক করে গানটি ডাউনলোড করতে পারেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।