আমাদের কথা খুঁজে নিন

   

রোদের তাপীয় ষড়যন্ত্র

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯) চায়ের গেলাস থেকে লিকারের সুবাস উড়ে উড়ে যায় কালো পিচে যন্ত্রদানবের চাকায় চাকায় পিষ্ট সুবাস হাওয়ায় ভাসে তবু ক্লান্ত ক্লিশে তারপর শুধু রোদের দিন রোদপোড়া শহরের অলিগলিতে কিছু মুখস্ত মানুষ জটলা করে রোদবিষয়ক রোদের তাপীয় যড়যন্ত্রে শ্রমিকের পিঠ বেয়ে নামে নদী নির্দোষ ঘামের এসব কিছুর নাম মরীচিকা-এসবের নামই বিভ্রম বিভ্রম থেকে উড়ে যায় ধূলোর ডানা মুঠোর ভেতর একপশলা রোদতুষার আয়নাঘরের চৌকাঠে ঝুলে থাকে নাগরিক তপ্তসময় রোদের তাপীয় যড়যন্ত্রে আমাদের সবকিছু নদী হয়ে যায়!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।