Sad Cafe
রোদের কার্পেট
কলম গুটিয়ে নিয়েছে সুপুষ্ট অক্ষর, যেমন প্যারাম্বুলেটরের শিশু,
অভিমানী যীশু চোখের গভীরে শুষে নেয় নীল।
করোটির পেছনে সেইসব ব্যথা কখনো ঘুম হয়ে ওঠেনি, ওঠেওনা।
থাকে স্পন্দনের মতো, নিয়মিত হয়ে ওঠার অপেক্ষায়।
তারপরে অলীক অক্ষরেরা ডুবে যায়, গ্রীমদেশ থেকে আসে
জেগে ওঠার গান। চেরিফুলের গাঢ়মিথ ঢালুপথের গভীরে গুটিয়ে নেয়
একটা সুনসান রোদের কার্পেট।
_______
আন্দালীব
২০০৫
কবি সব্যসাচী সান্যালকে নিবেদিত একখানা কবিতা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।