আমাদের কথা খুঁজে নিন

   

রোদের ফোঁটা

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

শহরবন্দী-মেঘদল শিল্পিঃ শিব কুমার শীল শূণ্যতায় ভেসে গেছে শহরের সব পথঘাট, ফিরবেনা গতোকাল জানি ফিরবেনা আগামীকাল.. তবু চাইছি তোমাকে তুলে নিতে অঞ্জলিতে রোদের ফোঁটা. . . শোনো কবি, শোনো কবিতা ভাঙো দীর্ঘ মুর্ছনা।। রাখো এইখানে হাতটুকু তবু চলে যেতে বলোনা. . . শূণ্যতায় ঢেকে গেছে শহরের বাকী ইতিহাস, ফিরবোনা তুমি আর আমি ফিরবোনা হয়তো আবার; তবু চাইছি তোমাকে তুলে নিতে অঞ্জলিতে রোদের ফোঁটা. . . শূণ্যতার শোকসভা শূণ্যতার যতো গান দিলাম তোমার মুকুটে আমার যতো অভিমান।। শূণ্যতায় ডুবে গেছে শহরের সব পথঘাট, ফিরবেনা গতোকাল জানি ফিরবেনা আগামীকাল.. তবু চাইছি তোমাকে তুলে নিতে অঞ্জলিতে রোদের ফোঁটা. . . ------------------------------------------------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।