চাষোপযোগী সৈকতে ক্ষণকাল
তোমার সমস্তই ভীষণ প্রিয় আমার
অগত্যা আমার সকল রসনাতে
তোমাকে পাবার এক জান্তব
কামনা পরিলক্ষিত,
একে মত্ততা বল সুসংগত নয়
তবে হৃদয়ের অবমাননা করা হবে
হেনস্থা করা হবে প্রকৃতির মহান করুনা
যে জুগিয়েছে আমাদের প্রানকণা
এই ভার তার হাতে ছেড়ে এসো
আমরা একে অপরের সহোদর হই।
অনুরক্ত বলে নয়, হে অভিসারিণী,
যেহেতু একই সমীকরণে আমাদের উন্মেষ
যদিও তুমি আড়ষ্ট শয়তানি ঘোরে আছ
দুর্বিনীত যৌনতার আধিক্যে
এমন হয়োনা নষ্ট পথের প্রবৃত্তিতে
ফিরে এসো প্রকৃতি-দুহিতা
আর জাগিয়ে তুলো
অতলান্তিক চিরায়ত সত্তাটিকে।
দয়া কর নিজের হৃতসর্বস্বতার প্রতি
ভীতরে কি ভয়াল দৈন্যতা তোমার আজ
নত হও প্রকৃতির মানবিকতায় প্রিয়
যে দানিছে আমাদের নৈমিত্তিক
কাল
দেখবে আরো মনোরম বলিয়ান ভবিষ্যৎ
দৈনন্দিন দৃষ্টিরেখার আলোকে
আমাদের নিয়ে গেছে পূর্ব পুরুষের
শাশ্বত গুহায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।