২০১১ সালে ভারত গিয়েছিলাম এক যুব সম্মেলনে অংশ নিতে, অবাক হয়ে দেখেছিলাম জাতীয় ঐক্য বৃদ্ধির জন্য ভারত সরকারের কোটি কোটি ডলার বিনিয়োগ করে কর্মসূচীর পর কর্মসূচী, যার সীমানা ভারতের দেশীয় গন্ডি ছাড়িয়ে বিশ্বের সকল দেশে ভারতীয় কমিউনিটির কানে কানে পৌছে গেছে। পরের বছর শ্রীলংকায় আরেকটি প্রোগ্রামে গিয়ে একই প্রচেষ্টার সাক্ষী হতে হয়েছিল, যেখানে দক্ষিণ এশিয়া বাদপড়ে শুধু ভারতীয় ঐক্যের প্রতিধ্বনি উঠেছিল। শত নৃগোষ্ঠী অধ্যূষিত ভারতের জাতীয় ঐক্যের সেকি আপ্রাণ চেষ্টা, যে চেষ্টায় শামিল তাদের সুশীল সমাজ থেকে শুরু করে স্কুলের ছোট্ট বাচ্ছা পর্যন্ত। শত জাতি-ধর্ম-বর্ণ বিভক্ত ভারতের শ্লোগান আজ তাই ”ইউনিটি ইন ডাইভারসিটি।
অবাক হয়ে প্রিয় স্বদেশভূমির বিপরীত চিত্র দেখে আজ দুচোখ ভরে জল আসছে।
আজ প্রিয় স্বদেশের সুশীল সমাজ থেকে শুরু করে স্কুলের বাচ্ছা পর্যন্ত জাতিকে শতধা বিভক্ত করতে আধাজল খেয়ে নেমেছে; রাজনৈতিক দলগুলোতো সে প্রচেষ্টার মাস্টারমাইন্ড। আর সুশীল মিডিয়াগুলো সে প্রচেষ্টার জেট ফুয়েল। অথচ ভারতের যে জায়গাটায় দুর্বলতা আমাদের সেটাই শক্তি। পৃথিবীতে এমন জাতি খুবই কম আছে যাদের নৃতাত্ত্বিক, ধর্মীয়, ভাষাগত ঐক্য আছে। আর আমাদের সেই শক্তিকে লাথি দিয়ে জাতিকে কি করে আরও বিভক্ত করা যায় সেই প্রচেষ্টায় রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই ব্যস্ত।
আজ যেন আমাদের শ্লোগান “ডিজইউনিটি ইন হোমজিনিটি”।
আজ প্রগতিশীল, প্রতিক্রিয়াশীল সবার একটাই প্রচেষ্টা অপরকে দমিয়ে কিভাবে নিজের মত-পথ প্রতিষ্ঠা করা যায়। এর জন্য মিথ্যা-আর ইতরামির চরম নিচে নামতে হলেও কুচ পরওয়া নেহি। এর ফল হচ্ছে ভয়াবহ যা এদেশের সুশীল সমাজ আর আমজনতা কেউই অনুধাবন করতে পারছে না। আজ প্রতিক্রিয়াশীলদের পিঠাচ্ছি, তাদের প্রতিষ্ঠান উচ্ছেদ করার নাম করে নিজের অজান্তেই দেশের অর্থনীতে ধ্বংশ করছি, কাল ক্ষমতার পালাবদল হলে আমার প্রতিষ্ঠান ওদের রোষানলে পড়বেনা সেই নিশ্চয়তা কে দেবে।
ওরা এসে প্রতিহিংসা বাস্তবায়ন করতে গিয়ে আমার প্রতিষ্ঠান ধ্বংশ করে করার মরণ নেশায় মেতে উঠবে, নিজের অজান্তেই দেশের বারটা বাজাবে। এই ধ্বংশ-প্রতিধ্বংশ, হিংসা-প্রতিহিংসা আর কতদিন চলবে। হিংসাত্বক কর্মকান্ডদিয়ে যেমন জামাত-শিবিরকে দেশথেকে উচ্ছেদ করা যাবে না, তেমন আওয়ামীলীগকেও দেশছাড়া করা যাবেনা। সবাই এই দেশে থাকবে, থাকতে হবে, সেই থাকাটা হতে হবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে, ধ্বংশের পথে নয়। হাজার বছরের বিদেশী শাসনমুক্ত বাংলাদেশেকে এগিয়ে যেতে হবে তার সকল সন্তানকে নিয়েই।
দুষ্টু ছেলে আর ভাল ছেলে সকল ছেলেতো বাপের কাছে ছেলেই, তাই আজকের দিনে আমাদের শ্লোগান হতে হবে “ইউনিটি ইন হোমজিনিটি”।
মাও সে তুংয়ের মত বলতে হবে ‘শত ফুল ফুটতে দাও’,
‘আমাদের শক্তিমান মতপার্থক্যই হোক আমাদের শক্তি’। আব্দুল্লাহ আবু সায়ীদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।