আমাদের কথা খুঁজে নিন

   

বৈপরীত্য

আমি একজন সাংবাদিক তুমি খুব কাঁদাতে ভলোক্বাসো আর আমি খুব দুঃখ পেতে ভালবাসি আমি নিশিদিন কেবল কেঁদেছি ছুঁয়েছি নদীর তীর, রুক্ষ মৃত্তিকা, সোনালী ধানক্ষেত. বিস্তৃত শরবন বুকের ভেতর জমিয়ে রেখেছি মেঘ, মেঘের উতস,ভেজা নীলাকাশ, বজ্র ও বজ্রের গর্জন সহস্র নদী জন্ম নিয়েছে এই চোখে নীঃসীম তরঙ্গ কেটে কেটে দূরের আলোর সন্ধানে ছুটে চলে কত লঞ্চ, স্টীমার, ট্রলার, জেলেদের নৌকা, জাহাজ-সাম্পান! তুমি খুব হাসতে ভালোবাসো আর আমি খুব পুলকিত হতে ভালোবাসি আমি অষ্টপ্রহর কেবল হেসেছি আন্দোলিত করেছি স্থবির পুস্পলতা, শেকঁড়, ঝরাপাতা, ফুলের পাপঁড়ি ও অরণ্যের সবুজ আলোকিত করেছি এই মফস্বল শহর, শহরের অলি-গলি যেখানে বাস করে রোমান্টিক মানুষ সকল, কিছু জীব,জন্ত-জানোয়ার আমি খুব জ্বলতে ভালোবাসি তুমি নিশিদিন উনুনে কেবল ছিটিয়েছ তুষ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।