আপাতত ঘুরপাক খাচ্ছি!
কিছুকথা
কিছু কথা থাক চিরকুটে লেখা
কিছু থাক বুকপকেটে রাখা
কিছুবা নির্মল আনন্দে
কিছুবা নিরানন্দে!
হোক কিছু কথা
রাত জাগা তারার সাথে
গোপন অভিসারে
নয়তো ঝিঝিপোকা
জোনাকের সাথে।
ডাহুকের সাথে
একান্তে বিনিময় হোক
কিছুকথা।
সূর্য রঙিন দিনে
কিছুকথা ভেসে যাক
প্রসবণ ধারায়,
বয়ে যাক কিছুকথা
লু হাওয়ায়।
কিছুকথা থাক
বরফের ন্যায় জমাটবদ্ধ
নয়তো উষ্ণ মরুপ্রান্তরে
মরিচীকায় ঝুলন্ত।
কিছু কথা হোক সঙ্গোপনে
নিদ্রাহীন রাতে
মস্তিস্কের অনুরণনে
নিভৃত নিরালয়ে,
একাকীত্বে ঝড়ে পড়া
দুফোঁটা চোখের জলের
তির্যক আবছায়ায়!
বৈপরীত্য
এখানে রাত্রী এসে থেমে গেছে।
কুয়াশার ঝাপসা চোখ সরিয়ে
উঠে আসে একটি কালো বিড়াল।
চোখ সর্বস্ব বিড়াল দেখে
কেউ কেউ ভীত হয়ে পড়ে
তীব্র উৎকট গন্ধ জানান দেয়
এ বড় বাড়ীর গর্ভবতী বিড়াল।
কেতাদূরস্ত বিড়ালের
উচ্চমূল্যের প্রসাধনীই জানান দেয়
বিড়াল প্রীতি বড় বাড়ির পুরনো ফ্যাশন।
বিড়ালের সুগন্ধ শুষে নিয়ে
কোন কোন নারী গর্ভবতী হয়ে পড়ে।
বড় বাড়ির ফ্যাশন টিকে গেলে
আত্মীয় পরিমন্ডলে আকাশচুম্বী হা
ভরে যায় মিঠাই আর মন্ডায়।
মাথা মোটা পত্রিকার পাতা ঝলসে উঠে
মোটা দাগের শিরোনামে।
পাশ্ববর্তী ঝিলে ভেসে উঠা নবজাতক
কোন এক নারীর কোলশূন্যতার
সামান্যতম নজির হিসেবে প্রতীয়মান হলে
লোকজন ব্যস্ততম রাস্তায় পা মাড়ায়।
মোটা দাগের শিরোনামগুলো
রোজকার পাঠ্যসূচীর অন্তর্ভূক্ত হয়।
ছবি: নিজস্ব এ্যালবাম (কর্ণফুলী নদী)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।