আমাদের কথা খুঁজে নিন

   

।।বৈপরীত্য

বাঙলা কবিতা ।। বৈপরীত্য ।। দুঃসময় ব'লে কিছু নাই; সমস্ত সময়, সুসময়। যদি ভাবো, চ'লে যাচ্ছে__ ডাঁরাশ সাপের মত শিহরণ জারি ক'রে, সময় চকিতে চ'লে যায়; তা না হলে, পোষা কোনও বিড়ালীর মত পায়ে প'ড়ে, মিঁউ মিঁউ করে, পোষ মেনে যায়... এ জীবনে যা যা ঘটে__ অনেক কিছুই মনে হয়, পরাজয়__ অতো সোজা নয়! ২. আত্নহত্যা নয়__ একদিন, নিরুদ্দেশে চলে যাবো, যদি বুঝি, সব কিছু ছিলো পরাজয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।