আমাদের কথা খুঁজে নিন

   

বৈপরীত্য

সারাদিনের ক্লান্তি শেষে ঘুম জড়ানো চোখ আবেশে বুজে এলেও রইবো জেগে, তোমায় স্বপ্নে দেখ্‌বো না তবু, তোমার কাছে আস্‌বো না। যদি আমার চোখ ভিজে যায় উদাস মন ব্যাকুল হয়ে তোমায় ভাবায় অন্য কাজল মাখবো চোখে, তোমার চোখে দেখ্‌বো না তবু, তোমার কাছে আস্‌বো না। ডুব সাঁতারে হারায় যদি মনের দিশা রঙ হারায়ে মনে জাগে হতাশা দুঃখের সাথে সন্ধি হবে, লাভ-ক্ষতির হিসাব কষ্‌বো না তবু, তোমার কাছে আস্‌বো না। অন্তরাতে সুর যদি হয় এলোমেলো সন্ধ্যা তারা ঢাকে যদি আঁধার কালো অন্ধকারে দ্বীপ জ্বালিয়ে বসবো একা, তোমার সুখে হাস্‌বো না তবু, তোমার কাছে আস্‌বো না। সুখের জন্য হয় যদি মন পাগলপারা অর্থ যদি না হয় কথার তোমায় ছাড়া মরার আগে বাঁচতে চেয়ে, তোমায় কাছে ডাক্‌বো না তবু, তোমার কাছে আস্‌বো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।