আমাদের কথা খুঁজে নিন

   

একটি কাব্যিক ভ্রমনঃ কবিতা সংকলনঃ মার্চ-২০১৩

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! আমি একজন আরমান এবং কান্ডারী অথর্ব আমরা দু’জনে মিলে ঠিক করেছিলাম প্রতি মাসে ব্লগারদের প্রকাশিত কবিতা থেকে সংকলন বের করবো। সেই চিন্তা থেকেই গত মাসে আমরা প্রথম সংকলন শুরু করি।

কবিতাগুলো কোন ভাবেই কোন প্রকার প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে নির্বাচন না করে বরং চেষ্টা করেছি শুধু মাত্র আমাদের দু’জনের পছন্দের উপর ভিত্তি করে সংকলন করতে। আশা করি কবিতাগুলো আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। আর যাদের কবিতা এখানে সংকলিত হল না তাদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি তবে এটাই শেষ প্রয়াস নয়। নিয়মিত প্রতিমাসে একটি করে কবিতা সংকলন থাকবে আশা করছি। তবে আরও যারা আছেন কবিতা চর্চা করেন কিন্তু আমাদের নজর এড়িয়ে গেছেন তারা তাদের লিঙ্ক এখানে দিয়ে যেতে পারেন আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে।

প্রান্তিক অবয়বে নিজের ছায়ার বিষাদ সঙ্গীত কী করে বাঁচি মরি তোমাকে ছাড়া ! দেশপ্রেমের ব্যঞ্জনে ডিনার তোর জন্যে এ ভূমি আমার বুকের জমিন তুই আর তোর ভালোবাসা ধুঁয়া নষ্ট সময় একা একা লেখা কবিতা!!! কিছুতেই কিছু হয়না অনুকাব্য কিছু অনুকাব্য এবং একটি অঃটঃ কথা ধুলো পড়া পিয়ানোর বুকে বাজে মুরালি সুর ...... একাত্তরের শপথনামা =। । । আজও আধার নামে । ।

। = আঁধার কালো রাত নৃত্যকথন স্বপ্ননদী, তোমাকে. তুমি যদি একবার চোখ তুলে তাকাতে জীবনের প্রথম কবিতা গোছের কিছু লেখার চেষ্টা করলাম। বড় আপাকে উৎসর্গ করে .... মৃত গল্পের কাল্পনিক উপসংহার !! **বিভ্রম** ক্ষমা করো..... পরিতৃপ্তির ঢেঁকুর তোলে নিষ্ঠুর সময়ের ফোঁড় ...... অবুঝ বালক! জেনে নিয়ো... তোমার পা দু’খানি আমার বুকের মধ্যিখানে রাখা আছে!! কাছে থাকার প্রস্তুতি থাক ♣♣ কবিতাঃ “সমাপনের সমর্পণ” ♣♣ ক্লান্ত বিকেল বিবর্ণ ভবিষ্যৎ আর ধ্বংস নয়, গুলি নয়। । আমি এক মরুভূমির মালি ভালবাসার আট অনুভব আমার অপেক্ষা ♥ ভালবাসার বার্তা ♥ পুড়া মন আমার বড় ক্লান্ত লাগে অনুভূতিগুলো যখন কবিতা হয়ে গেলো মা জন্মবিষয়ক অগ্নিবৃত্ত দুঃসময়ের বন্দরে দাঁড়িয়ে... যাক জীবনে আরও কিছু যাক ।

। আমি মুসলমান আমি মুসলমান । । পুরনো তোমাকে, অমোচনীয় কালির দীর্ঘ চিঠি! চিন্তা বুঝলেনা !! বুঝবে..... ভালোবাসা ছিলনা তোমার মাঝে, ক্ষমা করো,আমিই ভুল বুঝেছিলাম,ভেবেছিলাম আমাকে ছাড়া তুমি অর্থহীন !!! আমর্ষ একটু তাকাও অসীম শূন্যতায় ........ আমি দূরেই থাকি ::: পরিত্রাণের আশায় ::: মন খারাপের অনুকাব্য শুকনোপাতার কাব্য-১৬ ছেলে, পৃথিবী কিন্তু তোমার কথায় চলে না আমাদের নিঃসম্বল অস্তিত্ব আর সংকুল সময় আগুনঘর-২০ অপ্রচলিত মৃত্যু আর বিষন্ন ঘুম বিষয়ক কবিতা খুব ব্যক্তিগত এক প্রত্যাখান ফিরে আসা, তোমায় ভুলে!!!!!! কতটা ভালবাসি জানিনা সান্নিধ্যে অনন্ত অক্ষম ক্ষমতা !!! যেখানে জমাট বাঁধা রক্তের আঁশটে গন্ধ ঘুড়ি ও পাখির মন বিসর্জন ভালোবাসা ভোগের অসুখ আচ্ছন্নতায় আক্রান্ত সময়ের পুজারী। এক আকাশ অভিমান আমার শুধু তুমি আজাইরা কবিতা .... ফালতু কাব্য তোমায় কবিতা শুনাবো বলে... অপ্রচলিত মৃত্যু আর বিষন্ন ঘুম বিষয়ক কবিতা ।

। নারী দিবস স্মরণে দু'টি কবিতা। । আমাদের প্রতি, জনান্তিকে অপেক্ষা; পূর্বের কথা আগুনে ফাগুন আসুক... স্বাধীন মানে রুপশোভিত অধিবাস্তবতা পরীক্ষণ!!! ফটো ক্রেডিটঃ ব্লগার আমিনুর রহমান পরিশেষে আন্তরিক শুভেচ্ছান্তে, আমি একজন আরমান ও কান্ডারী অথর্ব (নিয়মিত সংকলিত হবে ....) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.