আমাদের কথা খুঁজে নিন

   

রূপের নদী যাদুকাটা - ফটোব্লগ

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা । তাহিরপুরের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় ঘেঁষে অবস্থিত বারিক টিলা ও পাশ দিয়ে প্রবাহিত পাহাড়ি নদী যাদুকাটা যেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি।

বর্ষায় পাহাড়ি নদী যাদুকাটার বুকে স্রোতধারা আর চৈত্রে শুকিয়ে যাওয়া যাদুকাটার বুক জুড়ে ধু-ধু বালুচর এবং পার্শ্বস্থ ভারতের সারি-সারি উচু-নিচু মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় ও বাংলাদেশের বারিকটিলার সবুজ বনায়ন মাটিয়া পাহাড় এখানে আসা লোকজনের দৃষ্টি কেড়ে নেয়। বারিকটিলার উপর দাঁড়ালে একদিকে চোখে পড়ে হাওর ও অন্যদিকে সারি সারি পাহাড়। এ মনোরম দৃশ্য যে কারোরই মন কেড়ে নেয় সহজেই । স্থানীয় লোকজন এই টিলাকে বাংলাদেশ এর '' আইফেল টাওয়ার'' বলে ডাকেন। খাড়া ও ঢালুপথের এই টিলায় উঠানামা করতে দর্শণার্থীরা প্রায়ই ছুটে আসেন এখানে।

আসুন দেখি আমার ক্যামেরায় যাদুকাটার রূপ......... পাথর আহরিত হচ্ছে যাদুকাটা থেকে যাদুকাটার পাশে উঁচু টিলাটাই বারিক টিলা নদী থেকে উত্তোলিত পাথর, দুরে যাদুকাটার উৎপত্তিস্থল মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় । পাথর খালাস বারিক টিলার উপর থেকে তোলা যাদুকাটার ছবি নৌকা মেরামত যাদুকাটা নদীর নামকরণের পিছনে কারণ খুজতে গিয়ে জানা যায় নদী তীরবর্তী কোনো গ্রামের এক বধূ মাছ মনে করে একদা নিজের পুত্র (যাদু) কে কেটে ফেলেছিলেন। আর তখন থেকেই এর নাম হয় যাদুকাটা। বহু জনশ্রুতি ও মিথের পর নদীটির বর্তমান নাম যাদুকাটা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।