আমাদের কথা খুঁজে নিন

   

পড়েনা চোখের পলক, কি তোমার রূপের ঝলক

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
টানা টানা চোখ তোর খাড়া খাড়া চুল, লাল রঙা ঠোঁট তোর কানে মস্ত দুল। তোর ঐ মিষ্টি হাসিইইইই বড় যে বাংলাদেশী....তুত্তুতুড়ু লাজ ভরা চোখে যে তোর মায়ার সাগর নাচে, বুকের কোনে ধপ-ধপানি কি যাদু বল আছে? তোমার এই কালো কালো চোখ তোমার এই লাল লাল ঠোঁট দেখে মরেছি প্রেমে পড়েছি..... গোলাপী গালে টোল আমায় করেছে পাগল................... ঐ চাঁদ মুখে যেন লাগেনা গ্রহন জ্যোৎস্নায় ভরে থাকে সারাটি জীবন......... পড়েনা চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাবো বাঁচাবে পারবেনাকো কাজল কালো ঐ দুটি চোখ ও চোখে যাদু আছে চোখের আড়াল হতে গেলেই পড়ে যাই চোখের কাছে গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি একটু হেসেই পরাতে পারো হাজারো গলায় ফাঁসি সবাই তোমায় চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো রেশমনরম তোমার চুলে একটু শীতল বাতাস পাগল এ মন পাবার আশায় করছে যেন হুতাশ পূর্ণিমা চাঁদ অঙ্গ তোমার অঙ্গে সোনার গতিক একেই বলে অপরূপা অপূর্ব রূপবতী তোমায় নিয়ে অনেক বিপদ এবুকের মাঝে থাকে.............................
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.