আমাদের কথা খুঁজে নিন

   

রূপের ওই প্রদীপ জ্বেলে কি হবে তোমার ...

অনেকের মাঝেও একা থাকা যায়, নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...

হুট করে একটা ইন্টারিভউ দিলাম আজকে। সকালে ফোন এল, দুপুরে যেতে হবে; ছুটলাম সেখানে । যারা ইন্টারিভউ নিলেন তাদের চেহারা দেখে মনে হলো আমার ইন্টারভিউ ভাল হয়নি !!! আজকাল এত বেশী জ্যাম; সারাদিনই রাস্তায় গাড়ির ভীড়; মনে হয় বিরাট গাড়ির হাট বসেছে রাস্তায় । সব কটা নিলামে বিক্রি হবে! আর গরম এর কথা কি বলব । বাসে এসি কবে পাব !!! অনেক ক্লান্ত-শ্রান্ত হয়ে বাসায় ফিরলাম ।

আম্মা প্রতিদিন বলছে, চেহারার কি হাল হয়েছে আজকাল ! সময় কই হয় আয়নায় নিজেকে দেখার প্রতিদিন ! গরম, ধুলো আর ছুটোছুটিতে আমি কুপোকাত ! আহ্‌ ! মাসে একবার পারসোনার কল্যানে তাও লাবন্য মলিন হতে হতে প্রাণ ফিরে পায় ... ইফতারের আগে আর পরে একটু ব্লগে উঁকি দিলাম; উদ্দেশ্য একটু রিচার্জ হওয়া। ব্লগার সারওয়ার চৌধুরীর একটা পোস্ট পড়তে গিয়ে তালাত মাহমুদের দু'টা গান মনে পড়ে গেল । সারওয়ার ভাই -ও নাছোড়বান্দা টাইপ হয়ে একটা গানের লিরিক চেয়ে বসলেন । সিডিটা ছেড়ে কানে হেডফোন লাগাতেই ক্লান্তি ভাবটা দূর হয়ে গেল ! ছোট ছোট কথায় সহজ প্রকাশ। টাইপ করে ফেললাম ছটপট...গানের কথার সাথে যদি বাদ্যযন্ত্রের মাধূর্যতাও লিখে প্রকাশ করতে পারতাম তাহলে আরো ভাল হতো... সিডিতে গানটা এখনো চলছে......... ********************************************* রূপের ওই প্রদীপ জ্বেলে কি হবে তোমার কাছে কেউ না এলে এবার ? মনের ওই এতো মধু কেন জমেছে যদি কেউ না থাকে নেবার ।

ও নুপূর না বাজালে কারো বাঁশিতে ও হাসি না মেশালে কারো হাসিতে তোমার ওই সোনার ফাগুন কি দাম পাবে যদি কেউ না থাকে দেবার । এ জীবন না জড়ালে কারো জীবনে এ স্বপন না ছড়ালে কারো স্বপনে রঙিন ওই দিনগুলি কি এমন রবে সাড়া কেউ দেবে না যে আর । ***********************************************

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।