আমাদের কথা খুঁজে নিন

   

রূপের এ দেশ

আকাশের যতো ভাবনা আছে আমি ভাবতে পারি না, আকাশ যতো উদার আমি ততো উদার হতে পারি না, আমি প্রকৃতির মতো সচ্ছ্ব হতে পারি না, আমার ভাবনাগুলো গুলিয়ে থাকে আকাশের উড়ো উড়ো মেঘের মতো, স্বপ্নগুলো ভাসতে থাকে সাগরের ফেনিয়ে উঠা ফেনার মতো, আর চিন্তাগুলো ছড়িয়ে থাকে নদীর তল দ রূপের এ দেশ রূপের এ দেশ বাংলা আমার সাজে শীতের বেলা খেজুর গাছে কলসি ঝুলে মিষ্টি রসের মেলা । ঘ্রাণের তুড়ে মৌ ছুটে যায় ভিন্ন স্বাদের পিঠায় জিব মজে যায় মন ভরে যায় রস ও পিঠার মিঠায় । কূহেল ফুড়ে রোদ উঁকি দেয় সূর্যমামা হাসে টুকটুকে লাল সুর্যটা আজ কুসুম হয়ে ভাসে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।