আর কত সাজানো গল্প বলে পার করে দেবে রাত ভোর বহুদিন আমার নিদ্রাহীন চোখ ফেরারী, হয়েছে ঘুমচোর একাকী হয়েছি নিয়ত, তোমার কাছে থেকেও; এমন ব্যাধি বোবাজ্বর ছাড়েনি আজো,শুধুই দীর্ঘ করেছে দহন জন্মাবধি! জড়ানো লতার মতো,জড়িয়ে আছি;বহুযুগ ধরে পরস্পর চেনার ছল আর অচেনা প্রলোভনে সাজিয়েছি,বাস্ত্তুঘর নিঃস্ব হয়েছি শুধুই,মিথ্যা এ ঘরদোর;আবেগঘন খেলা বুকের পাঁজর ছুঁয়ে শেকল পড়েছি,মিটিয়েছি আদিম জ্বালা! আমাদের ডানা কেটেছে,কেটে নিয়েছে সময়ের অগণিত ঢেউ পরস্পর মুখোমুখি,যুদ্ধ বিন্যাস্ত করেছে তোমাকে;আমাকেও!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।