আমাদের কথা খুঁজে নিন

   

আমরা পরস্পর ফিরিয়ে দেবো গান শয্যা আর বসন

ডুবোজ্বর

১৩০২০৮-১ সে মুখোশের আড়ালে সে মুখবিহীনকে নিলো তার ঘ্রাণশক্তি ক্রমশ বাড়ছিলো মাটি আর জোছনার রতিগন্ধও নিলো তুলে রাখলো ফুলদানিতে একা ফুলদানি পোড়ামাটি নকশাকরা দ্বিতীয়প্রহর বেহাগের ঝিরি উড়ে আসে ধীরে অশ্রুতপ্তশীতকাল ছাইবর্ণ কাঁপে কোথাও আকাশ হয়ে আছে হিম সে মুখোশের কারিগর সে চেনে জলের শুদ্ধতা মুখহীনছায়া শূন্যতার আততায়ী সে প্রতিরাতে আমাকে ছায়াছিন্ন করে রাত ২টা ৫০ ---------------------------------------------------------- ১৩০২০৮-২ এখানে নীলাভঘুম থির তোমাকে ছুঁয়ে যাওয়া জল তুমি একটিপাতায় তিরতির কেঁপেছিলে রোদের কোমল তারপর এই বলে সে চলে গেলো চলে গেলো আমাদের দেশে নেই শঙ্খ আমাদের দেশে নেই পথাবাস নীরবনগ্নতা তাল রাত ১১টা ২ ---------------------------------------------------------- ১৩০২০৮-৩ গাছ তার একটিপাতা ছুঁড়ে মারলো আমার গায়ে আমি তার নগ্নতা দেখলাম সুন্দর তলজুড়ে বিস্তারিত তার পাতার চাদর এইবাস শীত ধীরে করেছে হরণ আজ বসন্তদিন আমরা পরস্পর ফিরিয়ে দেবো গান শয্যা আর বসন রাত ১১টা ১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.