আমরা পরস্পরকে ছেড়ে এসেছিলাম চৌরাস্তার মোড়ে।
একদম নিখুঁত অঙ্কের মতো ,
হিসাবের সামান্যতম গড়মিলও নয়
যেনবা আমরা জানতাম!
তারপর পৃথিবীর অক্ষাংশে পরিভ্রমণ শেষে
বৃষ্টি ধুয়ে-মুছে দিয়ে গেলো আমাদের পায়ের ছাপ।
নতুন ঘাস গজালো; একের পর এক
পাথর সারি উঠে গেলো , দেয়াল!
আমরা ভুলে গেলাম
ক্ষণিক আদর, লজ্জা এবং গোলাপ
শিশিরের দূর্ঘটনার মতোই খুব স্বাভাবিকভাবে।
ঠিকঠাক একটি মুহুর্তের জন্য যেনবা পোষাক বদল!
এবং তারপরই আমরা শরীরের মহলগুলোতে
বাঁচার জন্য দৌড়ুই।
আমরা একটি মধুময় গন্ধ খুঁজে
পরস্পরকে আলিঙ্গন করেছিলাম।
সীমাহীন আকাশের নিচে দাঁড়িয়ে
গাঢ় চুম্বণে বেঁধেছিলাম পরস্পর।
আমরা মাটির স্পর্শ ছেড়ে -
উড়ে চলে গিয়েছিলাম , জাহাজের মাস্তুলের
উপর দিয়ে অসামান্য রাতে।
আমরা পরস্পরকে ছেড়ে চলে গিয়েছিলাম
নক্ষত্রের ঝাঁড়বাতির মতো আলোকময়তায় একাকার হয়ে-
আকাশের সীমাহীন প্রগাঢ় চুম্বণের মতো......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।