একমাত্র সত্য ও সুন্দরের জন্য অনেকটা পচা দুর্গন্ধময় দেশের রাজনীতি নিয়ে লিখতে বা ভাবতে মোটেও ইচ্ছে করে না। তারপরও না লিখে পারলাম না।
দেশের গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলের উচিত নিজেদের কথা না ভেবে দেশ ও জনগণের কথা ভাবা
যদিও সরকার জনগণের জন্য, আমরা কি তার কোন পরিচয় পাচ্ছি এই গণতান্ত্রিক দেশে ? আমাদের এই দেশটি হয়ে উঠেছে ধ্বংসাত্মক, হিংসায় পরিপূর্ণ। যা আমাদের মত সাধারাণ জনগণ আঁকড়ে ধরার মত কিছুই পাবে না। সরকার ও বিরোধী দলের মধ্যে যা দেখতে পাচ্ছি তা থেকে আমরা কোন কিছু আশা করতে পারি না হতাশা ছাড়া।
আমাদের সরকার ও আমাদের বিরোধী দলীয় মনোভাব লক্ষ্য করলে দেখতে পাই যে, তাদের মধ্যে দেশের কোন চিন্তা নেই। তারা ব্যক্তিগত লড়াইয়ে জিতার জন্য পাল্টাপাল্টি লড়াই করছে। তারা ভাবছে না যে, তাদের পিছনে যে লাখ লাখ সাধারণ মানুষের বাঁচা-মড়ার বিষয়টি রয়েছে। তাদের এই পাল্টাপাল্টি লড়াই-এর কারণে জনগণের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিরোধী দল সরকারের পিছনে লেগে আছে আর সরকারি দল বিরোধী দলের পিছনে লেগে আছে।
বিরোধী দল হরতাল ডাকছে তাতে জনগণের সমস্যা হচ্ছে বা হচ্ছে না তাতে কিছুই আসে-যায় না তাদের। এসব লক্ষ্য করলে আমরা গণতন্ত্র খুঁজে পাই না। তাদের এই পাল্টাপাল্টি লড়াই-এর কারণে আমাদের মত ছাত্র-ছাত্রীরা পড়ে যাচ্ছি হুমকির মুখে। এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ, যাদের দ্বারা দেশ গড়ার স্বপ্ন দেখত জনগণ। তাই দুটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হওয়া উচিত দেশ ও জনগণের কল্যাণ।
তাদের নিজস্ব হার-জিতের লড়াই নয়। যদি দেশকে সুন্দর ও গণতন্ত্রময় করতে হয়, তবে গণতন্ত্রের জন্য সরকার ও বিরোধী দলের নিজেদের কথা না ভেবে দেশ ও জনগণের কথা ভাবা উচিত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।