রাঙ্গুনিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর আজম সিদ্দিকী জানান, শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোডাউন গেইট থেকে ইছাখালি পর্যন্ত এলাকায় সব ধরনের সভা সমাবেশে মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন রাঙ্গুনিয়ার কাদের নগরে শুক্রবার বিকেলে ইফতার মাহফিল ও সমাবেশের আয়োজন করে।
এর একশ গজের মধ্যে কর্ণফুলী নদীর জেটি এলাকায় ‘যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দাবিতে’ একই সময়ে সমাবেশ ডাকে স্থানীয় যুবলীগ।
এদিকে সমাবেশের জন্য বিএনপি প্যান্ডেল তৈরি করলে বৃহস্পতিবার রাতে সেখানে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এই প্রেক্ষাপটে শুক্রবার সকাল থেকে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “একই এলাকায় পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
রাঙ্গুনিয়া থানার ওসি মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোডাউন গেইট থেকে ইছাখালী পর্যন্ত এলাকায় পুলিশ ও নির্বাহী হাকিম দায়িত্ব পালন করছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।