মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমের বিরুদ্ধে ৯০ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে ‘পাল্টাপাল্টি দাবিতে’ আজ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
গণজাগরণ মঞ্চের আন্দোলনে যুক্ত ১১টি ছাত্র-যুবসংগঠন ও জামায়াতে ইসলামী এ হরতাল ডেকেছে।
ছাত্র-যুবসংগঠনগুলো হরতাল ডেকেছে গোলাম আযমের ফাঁসির দাবিতে।
অন্যদিকে ঘোষিত রায় প্রত্যাখ্যান করে ‘গোলাম আযমের মুক্তি, অব্যাহতভাবে সরকারের হত্যা, সন্ত্রাস, গণগ্রেপ্তার, গণনির্যাতনের প্রতিবাদে’ হরতাল ডেকেছে জামায়াত।
হরতাল আহ্বানকারী সংগঠনগুলো হচ্ছে—ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (খালেকুজ্জামান), ছাত্রফ্রন্ট (মবিনুল হায়দার), ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, ছাত্রঐক্য ফোরাম, ছাত্র সমিতি, জাসদ ছাত্রলীগ, বিপ্লবী ছাত্রসংহতি ও যুব ইউনিয়ন।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার হরতাল সমর্থন করে তা সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
হরতালের সমর্থনে রাজধানীর ২০টি স্থানে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পুলিশি বাধা উপেক্ষা করে সকালে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে বাংলামোটর, কারওয়ান বাজার হয়ে শাহবাগে ফিরে আসে।
জামায়াতের ডাকা হরতালে দেশের বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে।
রাজধানীর কয়েকটি স্থানে সকালে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
মিরপুর আল হেলাল হাসপাতালের বিপরীত দিক দিয়ে সকাল সাতটার দিকে শিবির কর্মীরা মিছিল বের করে। মিছিলকে ধাওয়া করে পুলিশ। সেখান থেকে একজনকে আটক করা হয় বলে মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাখাওয়াত হোসেন জানিয়েছেন।
হরতালকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে র্যাব ও পুলিশ মোতায়েন আছে।
সকাল থেকে ঢাকার রাজপথে বাস, সিএনজি চালিত অটোরিকশা, রিকশা ও মোটর সাইকেল চলতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশ কম।
মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। দোকানপাট সকালের দিকে বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করছে।
সাতক্ষীরার কালীগঞ্জে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
চট্টগ্রামের পতেঙ্গায় একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নারায়ণগঞ্জেও যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।