আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিনিদের নির্মমতার শেষ কোথায়?

অজানাকে জানতে পছন্দ করি। আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এক মার্কিন সেনার নির্বিচার গুলিবর্ষণে অন্ততঃ ১৭ জন বেসামরিক আফগান নিহত হয়েছে। কান্দাহারের গভর্নর জানিয়েছেন, ওই মার্কিন সেনা গতকাল ঘাঁটি থেকে বের হয়ে এসে বিনা কারণে গুলিবর্ষণ শুরু করে এবং এতে দুই গ্রামের ১৭ আফগান নিহত হয়। নাজিবান গ্রামের বাসিন্দা সামাদ জানিয়েছেন, মার্কিন সেনার গুলিতে তার পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছেন। অপর গ্রাম আলকাজোই’র অধিবাসী সায়িদ জান বলেছেন, তার বাড়িতেও হামলা হয়েছে।

এতে তার পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ঠাণ্ডা মাথায় এ হত্যাকাণ্ডের কোনো বিবরণ না দিয়ে ন্যাটো বলেছে, মার্কিন এবং আফগান বাহিনী যৌথভাবে এ ঘটনার তদন্ত চালাবে। এখানেই শেষ নয় --------- আফগানিস্তানের বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর তাদের অন্ততঃ ১১টি মৃতদেহ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দখলদার মার্কিন সেনারা। রোববার ভোরে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলায় মার্কিন বাহিনী ওই ভয়াবহ গণহত্যা চালায়।

তারা মার্কিন ঘাঁটির পাশ্ববর্তী কয়েকটি বাড়িতে ঢুকে ঘুমন্ত গ্রামবাসীর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে নিহত হয় নারী ও শিশুসহ অন্ততঃ ১৭ বেসামরিক নাগরিক এবং আহত হয় আরো অনেকে। তালেবানরা বলেছে, মার্কিন সেনাদের এ গণহত্যা অভিযানে কমপক্ষে ৫০ ব্যক্তি নিহত হয়েছে। পরিকল্পিত এ গণহত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মার্কিন বাহিনী এ হত্যার দায় মাত্র একজন সেনার ওপর চাপানোর চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানিয়েছেন, মার্কিন সেনারা নিহত মানুষের সংখ্যা কমানোর জন্য ১১টি মৃতদেহ তাদের ঘর-বাড়ি থেকে টেনে-হিঁচড়ে বাইরে এনে এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়।

এই ১১ জনের মধ্যে ছয় বছরের কম বয়সী চারটি শিশুকন্যা ছিল। এসব মৃতদেহ ভস্মীভুত হয়েছে বলে তারা জানিয়েছেন। আফগান প্রেসিডেন্ট হামদি কারজাই এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত, অমানবিক ও ক্ষমার অযোগ্য অপরাধ। বিস্তারিত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.