আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিনিদের দিন শেষ............



মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের ব্যাপারে নয়া কৌশল নির্ধারণ নিয়ে বর্তমানে কঠিন সমস্যার মধ্যে রয়েছেন এবং মার্কিন প্রশাসনে এ নিয়ে বিরোধ ক্রমেই আরও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় পাকিস্তান ও সৌদি আরবের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, তালেবানের সাথে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। পাকিস্তানের একজন বিশিষ্ট সাংবাদিক জানিয়েছেন, তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনায় সৌদি আরব, সৌদি গোয়েন্দা সংস্থা জিআইডি, পাকিস্তান সরকার এবং আইএসআই-র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তালেবানের সাথে আলোচনার অগ্রগতির ব্যাপারে খোঁজখবর নেয়াই ছিল সিআইএর প্রধানের সাম্প্রতিক পাকিস্তান সফরের মূল উদ্দেশ্য। তবে আফগান জনগণ এ ধরনের গোপন বৈঠককে ভালো চোখে দেখছেনা।

এ ধরনের পদক্ষেপকে আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভিন্ন দেশের হস্তক্ষেপ হিসেবেই মনে করা হচ্ছে। আফগানিস্তানে বর্তমানে যে সহিংসতা ও অস্থিরতা বিরাজ করছে দেশটির জনগণ তাকে বিদেশী হস্তক্ষেপের ফসল বলেই মনে করে। এছাড়া, আফগানিস্তানে উগ্রপন্থীদের সাথে আপোষ করে অতীতে কখনোই কোন ভালো ফল পাওয়া যায়নি। কারণ আফগান জনগণ সব সময় উগ্র গোষ্ঠীগুলোর মাধ্যমে ক্ষতির শিকার হয়েছে। এ কারণে আফগান সরকার সংবিধান মেনে জাতীয় সংহতি প্রতিষ্ঠার কথা বলছে।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র গত আট বছরের ব্যর্থতার আলোকে উগ্রবাদীদের সাথে আপোষের ভিত্তিতে মার্কিন সেনাদের নিরাপত্তা জোরদার করতে চায়। যদিও আফগান জনগণ বিদেশী হস্তক্ষেপকে মেনে নিতে অভ্যস্ত নয়। এ কারণে তালেবানরাও নিজেদেরকে মার্কিন বিরোধী পরিচয় দিয়ে আফগান জনগণের সমর্থন আদায় করতে চাচ্ছে। এ কারণে আপোষ করার মার্কিন পরিকল্পনা সফল হবে কি না,তা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আফগানিস্তানের সংসদ সদস্যরা বলেছেন, আফগানিস্তানের সংসদ ও সরকারই কেবল দেশটির ভবিষ্যত নির্ধারণের ক্ষমতা রাখে এবং এ ব্যাপারে অন্য কোন দেশের হস্তক্ষেপ করা ঠিক হবে না।

তারা বলছেন, আফগান জনগণ চাপিয়ে দেয়া কোন কিছুই মেনে নেবে না, বরং এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ হস্তক্ষেপকামী দেশগুলোর গ্রহণযোগ্যতা আরও হ্রাস পাবে। তালেবানের সাথে আপোষের সাফল্যের ব্যাপারে উদ্বেগের কারণেই ওবামা আফগানিস্তানের ব্যাপারে নয়া কৌশল ঘোষণা করতে বিলম্ব করছেন বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.