আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিনিদের ভয়ে বাশারে স্ত্রী আশ্রয় নিলেন বাংকারে!

ফরাসী রাণী মারি আঁতোয়ানাতেকে ইতিহাস ভুলেনি। তার নির্বুদ্ধিতা আর চরম উদাসীনতার দাম যাকে দিতে হয়েছিল গিলোটিনে মাথা দিয়ে। সেই রানী মারি আঁতোয়ানেতেরই আধুনিকতম সংস্করণ বলা যায় আসমা আসাদকে।

সিরিয়ার রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদকে যিনি সারাক্ষণ ছায়ার মতো অনুসরণ করছেন, ভালোবেসে আগলে রাখছেন, তার প্রতিটি কীর্তি ও কুকীর্তির সাক্ষী থাকছেন, তিনি আসমা আল আসাদ। বাশারের সুন্দরী ঘরণী।

বাশারকে সাবধান করা তো দূরের কথা, বর্তমানে মার্কিন আগ্রাসনের ভয়ে তিনি স্বামীর সঙ্গে আশ্রয় নিয়েছেন একটি সুরক্ষিত বাংকারে।

দেশের মানুষ যেখানে চরম দুর্দশায় ধুঁকছেন, দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী লেবানন বা ইরাকে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন, দেশনেতার স্ত্রী কিন্তু রীতিমতো ব্যয়বহুলভাবে ঘরবাড়ি সাজাচ্ছেন, বিদেশ থেকে আনাচ্ছেন দামি আসবাবপত্র। নিজের তিন সন্তানকে সিরীয় খাদ্য খাওয়াতে চান না, তাই বিদেশি কুইজিনে সন্তানদের স্বাদবদলের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিরিয়ার রাষ্ট্রপ্রধানের স্ত্রী। শুধু নিজের পরিবারকে মসনদে চিরস্থায়ী করে রাখার স্বপ্নই নয়, নিজের সৌন্দর্য নিয়েও আসমা এতটাই আত্মমগ্ন যে, সারাক্ষণ কোন পোশাকে, কোন গয়নায়, কোন জুতায় তাকে ভালো লাগবে, তা-ই ভেবে যান। আর রাশি রাশি অর্থ খরচ করে বিদেশ থেকে আনান শখের জিনিস।

তবে, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত আসমা তিনজন দেহরক্ষীকে ছায়াসঙ্গী করে রাখতেও ভোলেন না।   লন্ডনে অবস্থানকালীন স্বামী বাশারের সঙ্গে আলাপ আসমার। চক্ষু চিকিত্সায় তখন লন্ডনে পড়ছেন আসাদ। ২০০১ সালে এক গোপন অনুষ্ঠানে আসমার সঙ্গে বিয়ে হয় বাশারের। তার পর থেকে দামেস্কের প্রাসাদ অভ্যন্তরে এক বিলাসবহুল জীবনযাপন বেছে নেন আসমা।

এখন তার পরিণতি ফরাসি রাণী মারি আঁতোয়ানাতের মতই করুণ হয় কি-না সেটাই দেখার অপেক্ষা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.