আমাদের কথা খুঁজে নিন

   

আমজনতা

অতি সাধারণ চোখ ভরা স্বপ্ন স্বপ্ন দেখি ভাল কিছু করার। লেখালেখি করার চেষ্টা করি তবে ভাল ভাবে পারি না । তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা হলাম আমজনতা নাই মোদের কোন ক্ষমতা, নাই কোন অধিকার তাই অত্যাচারের চাবুক পিঠে পড়ছে বারেবার। দূর্নীতি আর কাল বাজার অশুভ সব শক্তি রাজার , ন্যায়ের মুখটি ঢাকা ব্যাংক ব্যালেন্স সব ভর্তি তাদের শুধু কাল টাকা।

এদিক ওদিক যেদিক চাই আম জনতার দাম যে নাই, সবি এদের আছে যারা মূল্যবোধ সব বাদ দিয়ে ঘুরে রাজার পিছে। এইনা রাজার কথার বলে মানুষ রাস্তায় নামে দলে দলে, যদি কারু হয় মরন মৃত্যুটার কেহ নেয়না যে ভার বল কি তার কারন। আজ শাসক দল আপন মনে অন্যায় অবিচার দুঃশাসনে দেশ ভরিয়ে ফেলে ইচ্ছা হলে আমজনতার তাজা রক্ত নিয়ে খেলে। নতুন রুপে নুতন বেশে আমাদের এই সোনার দেশে, রাজ্য করে শাসন জনতাকে করে ব্যবহার পাইতে অত্যাচারের আসন। নিজের চাহিদা চাইতে গেলে শুধু লাঞ্ছনা বিড়ম্বনা মিলে, আর কত কাল এভাবে আমাদের মাথায় পা রেখে দেশ শাসন করে যাবে।

আশায় আশায় চেয়ে থাকি এমন আসবে কেহ নাকি, ন্যায় থাকবে চোখে দূর্নীতি সন্ত্রাসী সব দিবে মাটি এই বাংলার বুকে । সোহেল মোস্তাফিজ এর ব্লগ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।