আমাদের কথা খুঁজে নিন

   

আমজনতা আর কামজনতা জোক,

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

দুই বড়নেতা একমনে হাঁটছেন। কিছুদূর যাওয়ার পর দেখেন একটা ছেলের কোলে কয়েকটি নাদুস নুদুস বিড়ালের বাচ্ছা। তারা দুজনে ছেলেটাকে বললেন-তোমার কোলে কি খোকা। ছেলেটি বললো -এরা হলো আমজনতা। নেতারা শুনে বেজায় খুশী।

কারন আমজনতার মাথায় সহজেই কাঁঠাল ভেংগে খাওয়া যাবে। এরকিছুদিন পর আবার তাদের সাথে ছেলেটার দেখা। সাথে রয়েছেন এবার আরো বড় লিডার। । নেতাকে দেশে কত আমজনতা রয়েছে তা দেখাবার জন্য তারা ছেলেটাকে জিজ্ঞাসা করলেন -খোকা তোমার কোলে কি, সে বললো এরা হলো কামজনতা মানে সচেতন জনতা।

তারাতো প্রশ্ন শুনে একেবারে হতভম্ব। কী আজব ব্যাপার। কিছুদিন আগেই ছিলো আমজনতা আর এখন হলো সচেতন জনতা ,তবে ঘটনা কি? তারা জানতে চাইলেন, কী খোকা, কিছুদিন আগেইতো ছিল আমজনতা আর এখন হলো সচেতন,কারনটা কি? ছেলেটি বললো আরে আমিতো ঠিকই বলছি। সেদিনের বাচ্ছা গুলোর চোখই ফুটেনাই। ছিল একেবারে আন্ধা।

ওদেরকে আমি আমজনতা না বলে , কি বলবো। আর এ কয়েকমাসে এদের চোখ ফুটেছে,সব কিছু দেখতে পায়। দৃষ্টি সজাগ। তাই এরা কামজনতা মানে সচেতন জনতা। বিশেষ দ্রষ্টব্যঃ আমাকে আবার এ সরকারের তেলী মনে করবেননা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।