আমাদের কথা খুঁজে নিন

   

আমজনতা

রিয়াদ ফেরারী

আমি কোন লেখক না , যে কারনে আমি গুছিয়ে লিখতে পারিনা । কিন্তু আমারও লেখতে ইচ্ছে হয় তাই লিখি ।

বাংলাদেশ একটি স্বাধীন রাস্ট্র হিসাবে ১৯৭১ সন থেকে জাতি সংঘের অর্ন্তভুক্ত । কিন্তু আমরা কি আসলে স্বাধীন হয়েছি, নাকি পরাধীনতার অভিষাপ বহন করে চলছি ? আমরা কোন জাতি তা নিয়ে আমাদের মাঝে রয়েছে মত পার্থক্য ।
কেউ বলে আমরা বাঙ্গালী জাতি আবার কেউ বলে বাংলাদেশী কিন্তু আমরা যে মানব জাতি তা কেউ বলে না ।



এবার আসি স্বাধিনতা নিয়ে----
স্বাধিনতার ঘোষক কে এ নিয়ে আছে অনেক মত বা অনেক মতবাদ ।
কেউ বলেন স্বাধীনতার ঘোষক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবার কেউ বলেন শহিদ প্রেসিডেন্ট জিয়া আবার কেউ কেউ বলেন এম . এ. হান্নান । কেউ কিন্তু বলেনা ঘোষক যেই হোক আমরা সবাই যুদ্ধের পক্ষে ।

ভারত কি পাকিস্তান এবার আসি এই বিষয় টা নিয়ে । কেউ বা বলে ভারত-কে পতিবেশি কেউ বা বলে ঘাউ ।

আবার পাকিস্তান-কে কেউ বা বলে আমাদের ভাই আবার কেউ বা বলে রাজাকার । কিন্তু একবার কি ভাবা যায় না -এগুলো পরিহার করে আমরা নিজেরা নিজেদের পায়ে দাড়াই ।


আমাদের আছে অনেক সম্ভাবনা - বর্তমানে রাজনিতী পেশায় প্রায় এক কোটি লোক জিবিকা র্নিভর করেন । এদের দুই কোটি হাত কে রাজনিতী দিয়ে পঙ্গু না করে অর্থনীতির চালিকা শক্তি করি ।

দুই দলের কাছে অনুরোধ ক্ষমতায় যে আসেন না কেন দয়া করে সরকারী সম্পদ নিজের মনে না করে দেশের জন্য কিছু করেন ্ যাতে আমরা মাথা উচু করে দাড়াতে পারি এক নতুন জাতি হিসাবে ।




রিয়াদ ফেরারী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।