আমাদের কথা খুঁজে নিন

   

আমজনতা হয়ে আর কতো দিন???

আমরা যারা তথাকথিত আমজনতা তারা বরাবরি নির্বিবাদী…..তাই নির্বকার (আমার মতে যার কোন আকার নাই),বোধহীন ( এতটুকু বোঝে না যে সে প্রতি মুহূর্তে মারা যাচ্ছে কখনো কিশোর মিলন রূপে,কখনো একদল ফুলের মতন স্কুল ছাত্র হয়ে,কখনো তারেক মাসুদ অথবা মুনীর মিশুক রূপে),বিবেকহীন( কোনো দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ার পর যারা আবেগে আপ্লুত হয়ে ঘরকুণো হয়ে থাকে),নপুংসক(যারা বলে আমরা কি করতে পারি?আমাদের কি করার আছে?),নীতিহীন(যারা চোখের সামনে অন্যায়,দূর্নীতি দেখে চোখ ,মুখ বন্ধ করে রাখে),কুলাঙ্গার(যারা নিজের মাকে ধর্ষন হতে দেখেও নিরুত্তাপ থাকে আর ভাবে ধর্ষনকারীরা তো অনেক পাওয়ারফুল তাদের বিরুদ্ধে কথা বলে আরো ঝামেলা বাড়াবো তারচেয়ে বরং ধর্ষনকর্ম শেষ হলে মাকে হাসপাতালে নিয়ে যাব!আমার জন্মভূমি কি আমার মা নয়?)অসামাজিক(নিজে বাচঁলে বাপের নাম,অন্যের সমস্যায় আমার কি কাম!এই ধারনা যাদের।এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন আজ আপনার পাশের পাড়ার মানুষ মরছে,কাল আপনার প্রতিবেশি মরবে,তারপর কিন্তু আপনার পালা জানেন নিশ্চয় এই দেশে বেচেঁ থাকার কোন গ্যারান্টি নাই!) কিন্তু এভাবে আমরা আর কতোদিন বিমুঢ় হয়ে থাকবো? নাকি আমরা ভেবেছি এই অসচেতন ঘুমের মধ্যেই আমরা মরে থাকবো!আমার বিশ্বাস মরেও আমরা রেহাই পাবো না আমাদের দায়িত্বজ্ঞানহীনতার পাপ থেকে;আমাদেরপরবর্তী প্রজন্ম কবর থেকে উঠিয়ে আমাদের গলায় পারা দিয়ে জিজ্ঞেস করবে “তোমরা কি অন্ধ ছিলে”“তোমরা কি বধির ছিলে”“তোমরা কি নির্বাক ছিলে”।তা না হলে কেন এই দেশটাকে আমাদের বসবাসের অযোগ্য রেখে গেলে?আর যদি হয়ে থাক তাহলে কেন আমাদের জন্ম দিলে? আমরা কি তাদের জিজ্ঞাসার উত্তর দিতে পারবো? তাই বলছি আর আমজনতা হয়ে ধুকে ধুকে নয়; আসুন যতসব অন্যায়,অনিয়ম,দূর্নীতি আর এসবের হোতাদের বিরুদ্ধে রুখে দাড়াই, এখনি সময় রুখে দাড়ানোর।যার যার অবস্থান থেকে প্রতিবাদী হয়ে চলুন সকলে হাতে হাত রেখে বেচেঁ থাকারপ্রতিজ্ঞা করি।সকলে মিলেমিশে বাচঁতে শিখি। আরে “দুধের শিশুও চিৎকার না করলে মা খাবার দেন না”!একটা শিশু যদি তার বেচেঁ থাকার অধিকার(আহার)আদায় করে নিতে পারে আমরা পারবো না কেন? কেউ কেউ ধরে নিয়েছে যে এই দেশটা তাদের বাবার কেনা সম্পত্তি,তাই এই দেশে তাদের কথাই শেষ কথা....তারা যেভাবে দেশটা চালাবেন সেভাবে চলবে,চালাচ্ছেও(!!) কিন্তু আমরা কেন ভুলে যাই বাংলাদেশ বলে যে দেশটা এটা আমাদের সকলের??? (বিঃদ্রঃ-উপরের লেখাটি আমার ব্যক্তগত অভিব্যক্তি..লেখাটি পড়ে কারো মনে যদি আঘাত অথবা অপমান বোধ জাগে..তাহলে তারা নিজ দায়িত্বে লেখাটি আরেকবার পড়ে নিবেন!!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।