আমাদের কথা খুঁজে নিন

   

আমি রাজনীতি বুঝি না, আমজনতা!

আমি বিদ্রোহী, আমি বিদ্রোহীসূত বিশ্ব বিধাত্রীর

বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলই পরছিদ্রান্বেষী, নিজেদের হাজারো ভুল চোখে পড়েনা, কিন্তু অন্যের ভুল ধরায় মহা ব্যস্ত। এক দল অপর দলের কোনো ভাল কাজের জন্য তার প্রশংসা করবে বা নিজেদের ভুলের কথা অকপটে স্বীকার করবে এটা যেন একেবারেই অসম্ভব ব্যাপার। মাঝে মধ্যে খুব জঘন্য ভাষায় গালাগালি করতে ইচ্ছে করে কিন্তু পারিনা। ভাবি লাভ কী??? জামায়াতে রাজাকার (ছাগু), আ্লওয়ামী শন্ত্রাসীলীগ (হাগু), বাংলাদেশ নাতাড় পার্টি (পাগু), চাচা মিঞার জাতীয় খেজুর পাতার পাটি (রাম ছাগু) .........সবই একই গোয়ালের গরু। আম জনতা অর্থাৎ আমরা যে কী সেটা এখনো আবিষ্কার করতে পারিনি। ন্যাড়া নাকি একবারই বেল তলা যায়, আমরা যায় বারবার। আমরা আমজনতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.