আমি এই দেশ, এ দেশের মাটি, মানুষ, আকাশ, বাতাস, সবুজকে আমার নিজের মাঝে ধারন করি।
দেশের অচলাবস্থায় খুবই চিন্তিত। দু দলের দুই নেত্রীর কাছে সারা দেশ জিম্মি। আমরা চাকুরীজীবি মানুষ। কর্ম করে খেতে হয়।
কিন্তু দেশের এই নাজুক পরিস্থিতিতে আমরা বড় অসহায়। জীবনের ঝুকি নিয়ে চাকুরী স্থলে যেতে হয়। তিনগুন বেশী ভাড়া প্রতিদিন দিতে হচ্ছে। পিকেটিং এর কবলে পড়ার ভয়। বিনা কারনে গ্রেফতারের ভয়।
বাজারের দ্রব্য মুল্যে উর্ধ্বগতিতে নাভিশ্বাস অবস্থা। লাগাতার আন্দোলনের ফলে ব্যবসা বানিজ্য মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হবার আশঙ্কা দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাবে। তাতে ভারতের লাভ হবে।
আমাদের বাজার তারা দখল করে নিচ্ছে এবং আরো নিভে। এতে কি দু নেত্রী খুশি হবেন? তারা কি শুধু চাতুরতার রাজনীতিই আমাদের উপহার দিবেন। আমরা ভারত, পাকিস্থান, আমেরিকা সব প্রভাব বলয় থেকে মুক্ত থাকতে চাই। আমরা ক্রীতদাসের জীবন চাই না। দয়া করে জেদাজেদি বন্ধ করে সমাধানে আসুন, আমাদের মুক্তি দিন।
আপনারা একদল জিদ ধরে বসে আছেন কোন দাবী মানবেন না, ক্ষমতা আঁকড়ে থাকবেন। ইচ্ছাকৃত ভাবে বাজে নির্বাচন করে বাজে উদাহরন সৃষ্টি করবেন। আর একদল দাবী আদায় করেই ছাড়বেন, তাতে অর্থনীতির যা হবার হোক।
আমরা যাব কোথায়? যেহেতু সরকার চেয়ারে দায় দায়িত্ব সরকারের উপরই বর্তায়। তাই সরকারের কাছে দাবী হানাহানি বন্ধ করুন, সমাধানের পথে আসুন, জনগনকে মুক্তি দিন।
নতুবা ইতিহাস আপনাদের কাউকে ক্ষমা করবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।