(১)
জামাতের ডাকা হরতালে পুলিশের সঙ্গে গুলাগুলিতে কুমিল্লায় একজন জামাত কর্মী নিহত।
রাজধানী বাড্ডায় হরতাল সমর্থকদের ধাওয়ায় একটি মিনি বাস উল্টে এক যাত্রী নিহত।
চট্টগ্রামে মাইক্রোবাসে শিবিরের হামলা। ভিতরে থাকা এক রোগীর মৃত্যু।
সারাদেশে ছাত্রলীগ- শিবির, জামায়াত পুলিশ সংঘর্ষে আহত শতাধিক।
কোটি টাকার সম্পত্তি বিনষ্ট।
(২)
বরাবরের মতো এই হরতালেও ক্ষতির তালিকায় রাজনৈতিক দলগুলো থেকে সাধারণ জনগন এগিয়ে আছে! মৃত্যুর তালিকায়ও সাধারণ জনগন এগিয়ে! কি চমৎকার বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাষ! তোমরা কেউ দল করবা। কেউ লীগ করবা। কেউ ধর্ম বেচে খাইবা আর মূলধন হিসাবে ব্যবহার করবা সাধারণ মানুষদের? এমন তো হওয়ার কথা না। যে মানুষগুলো কখনোই তোমাদের কাছে ক্ষমতার ভাগ চাইতে আসেনি।
যে মানুষগুলি তোমাদের দুর্নীতি করা সম্পদের ন্যায্য অধিকার দাবী করেনি। তোমাদের ব্যাংকে রাখা হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আসলো সেই হিসাবও যে মানুষগুলি কখনো জানতে চায়নি। তারা কেন আজ তোমাদের লালসার বলী হবে? তাদের লাশের উপর দিয়ে কী করে তোমরা গনতন্ত্রের পথ তৈরি করবে?
(৩)
মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ প্রান ঝরে গেছে এই বাংলাদেশে। বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের দাম একটু বেড়েছে।
কিন্তু আমরা সাধারণ থেকে আরও সাধারণ হয়েছি। কিছু কিছু "এলিয়েন" হয়ে গেছে অসাধারণ। আমরা সবই প্রত্যক্ষ করেছি। কিছু বলার সাহস হয়নি কখনো। কেননা আমরা সাধারণ মানুষ।
স্বাধীনতার চল্লিশ বছরে আরো তিরিশ লক্ষেরও বেশী মানুষের প্রান ঝরেছে। যার বেশীরভাগ হত্যাকাণ্ডই সংঘটিত হয়েছে রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায়। বিনিময়ে কী পেয়েছি?
সব বস্তুরই বিনিময় মূল্য থাকে। চল্লিশ বছর ধরে চলতে থাকা লক্ষ লক্ষ হত্যাকাণ্ডের বিনিময়ে আমরা কী পেলাম তোমাদের কাছে? তোমরা কী আমাদের কে একটি সচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ উপহার দিতে পেরেছ? পারনি। এই সীমাহিন ব্যার্থতার দায়ভার মাথায় নিয়ে কিভাবে তোমরা আমাদের কাছে ভোট চাইতে আস?
(৪)
১৫-২৫ বছর বয়সি তরুনরা খুব আবেগী হয়।
তাদের সেই আবেগকে পুঁজি করে সব রাজনৈতিক দলই তাদের ফয়দা লুটতে ব্যাস্ত। কেউ তাদেরকে বেহেস্তের লোভ দেখাচ্ছে কেউ মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল হিসেবে নিজেদের পরিচয় দিয়ে তাদের আবেগকে নিয়ে খেলছে। আমরা সাধারণ মানুষেরা অবাক হয়ে দেখি সাধারণ মানুষদের ভীড় থেকে কিছু মানুষ আলাদা হয়ে যাচ্ছে প্রতিদিন। কিভাবে একজন মানুষ অতি সাধারণ থেকে কোন কোন দলের ভয়ংকর পশু হয়ে উঠে তাও আমরা দেখি। আমরা সবই বুঝি।
সবই অনুভব করি। কিন্তু কিছু বলতে পারি না। আমরা সাধারণ মানুষ। বক্তৃতা দেওয়া আমাদের কাজ না।
(শাহজাহান আহমেদ)
০২-১৮-১৩
ট্রয়, মিশিগান, যুক্তরাষ্ট্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।