আমারদেশ দাবি করেছে- রেশমার উদ্ধার কাহিনীটি ভূয়া। আর আমারদেশের কাধে উঠে মিরর দাবি করেছে রেশমার উদ্ধার ভূয়া!!! তাহলে, হিসাবটা সোজা হয়ে গেল- আমার দেশ ভূয়া হলেই মিরর ভূয়া।
আমার দেশের পুরা প্রতিবেদনে গুরুত্ব দেওয়ার মতো একটি তথ্যই আছে। তা হলো- রেশমার অন্য নাম 'জয়া'। রানা প্লাজা ধ্বসের প্রথম দিনই জয়া নামের একজন উদ্ধার পেয়েছেন।
তাহলে, মিরর ও আমারদেশ সিদ্ধান্তে পৌছে গেলো-----রেশমা প্রথমদিনই উদ্ধার পেয়েছে।
কিন্তু গুরুদের গোড়াতেই গলদ। জয়া নামের একজন উদ্ধার পেলেই বলা চলে না রেশ্মা নামের একজন উদ্ধার পেয়েছিল। কেননা---জয়া নামের কতজন শ্রমিক যে রানা প্লাজায় থাকতে পারে তা নিশ্চয়ই আপনারা জানেন!!!! আমারদেশের প্রতিবেদনটির ত্রুটি নিয়ে একটি প্রতিবেদন (http://www.notun-din.com/?p=3581) প্রকাশ পেয়েছিল। যেখানে দেখানো হয়ছে রেশমাকে নাটক হিসেবে দাবি করার মতো যথেষ্ট যুক্তি নেই আমার দেশের প্রতিবেদনে।
সেই একই ভূল বজায় রেখে মিররও প্রতিবেদন প্রকাশ করলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।