আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্তি

আজ সকালটা শুরু হল একটা নাম না জ়ানা পাখির ডাকে। ওই পাখির ডাক শুনে মনে হচ্ছিল, যেন সে নতুন কোন ঠিকানার খোজেঁ বেড়িয়েছে, আর সেই যাত্রার উদযাপনী সঙ্গীতে চারদিক মুখরিত করে সে উড়ে যাচ্ছে, এবং তার সাথে র‌য়েছে নীরবতার অবিরত ছন্দ। নীরবতা – যেখান থেকে সবকিছুর শুরু। আমি এই পৃথিবীর একজন এটা ভেবে আমার হঠাৎ খুশীতে মন ভরে গেল, কফোটা আনন্দাশ্রু গড়িয়ে এলো কপোলে। এই অসাধারন রুপ, এই অদ্ভূত বৈচিত্র কি আমারই মনের দর্পন!!!! আমার মনে হল ভালবাসাময়, সর্বদা প্রসারিত, ক্ষমাশীল এবং সহানুভূতিশীল এই ধরিত্রীর বুকে কোথায় আমার ভেসে যাওয়া উচিত তা আমি জানি, নাকি স্রোতের বীপরিতে - ভীতির সংগে সহবাস, সংকিত, ক্ষয়িষ্ণু জগতে প্রবেশ করে পঙ্কীল জীবন ধারন করব আমি? আমি বিশ্বাস করি “পছন্দ” হচ্ছে সত্যিকারের স্বাধীনতা।

প্রতিটা মুহুর্তে আমি কি অনুভব করছি এর ওপর নিয়ন্ত্রন আমায় যে কি অপার শান্তি দিচ্ছে এটা ঠিক আমি ভাষায় প্রকাশ করতে পারবনা। অনিশ্চয়তার ছায়ায় না থেকে নিজের পছন্দমতো গড়া-ই কি ভালো নয়? আমাদের প্রত্যেকেরই একটা বিষেশ পছন্দের গান আছে। সবারই একটা সহজাত ক্ষমতা আছে মনুষত্বের। আমরা বন্ধনহীন, অনন্ত, ভালবাসায় উজ্জ্বল। আমি তোমাদের ভেতরের গানটা শুনতে পাই, ওই সম্পদের প্রাচূর্যটাকে আমি অনুভব করতে পারি।

আমি মনে প্রানে বিশ্বাস করি যাবতীয় সংশয়ের একমাত্র উত্তর হচ্ছে ভালবাসা। আর তোমরা আছ বলেই ভালবাসা চিরন্তন। কেউ ভালবাসে, কেউ ভালবাসাতে মজে, আর আমি? জানিনা। এমনটা আগে কখনই ঘটেনি। একটা অষ্পষ্ট বোধ, ইচ্ছেরা অনন্তে উড়তে চাইছে।

কেউ ভুল করে, কারও ভুলে বসবাস, আর আমি? এবারও মন নিরূত্তর। আমি চন্দ্রাহত, ব্যাপারটা হাস্যকর হয়তো। আমি সত্যিই জানিনা কি হয়েছে আমার। অনেক আবোল তাবোল বকেছি এতক্ষন......হাহাহাহা.........ওপরে যা লিখেছি তা কি ঠিক হচ্ছে? আমি বিভ্রান্ত............... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।