আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্তি (১৪/০৮/৯৯)



এই পৃথিবীর সকল মানুষ দেখছে কেবল, দেখছে সকল, ভাসছে মানব রঙিন ফানুস কোনটা আসল, কোনটা নকল।। সব শেষেরই একটি শেষ বুঝেও তারে ভাবি নাকো দুঃখ সুখের নেইকো লেশ মরণ তবু পালিয়ে থাকো।। কোথায় যাব কোথায় খাব চাই গো তথায় মগ্ন থাকি সুদূর জীবন তথায় পাব মরণ যেথায় দেয় না উঁকি।। নিয়ম ছাড়ার নিয়ম জেনে চলতি পথে থমকে গিয়ে সকল মুনির অন্ত মেনে চলছি একই হস্ত নিয়ে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।