আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্তি

বেঁচে থাকি, আরও সুন্দরভাবে বাঁচার আশায়..

বিভ্রান্তি বেলাশেষে সাগরতীরে দাঁড়িয়ে মৌন সন্নাসী বিভ্রান্তি আর সত্যের মাঝে ঘুরপাক খায়, ফেলে আসা পথ পানে ফিরে ফিরে দেখে,- কোথাও কি ভুল ছিল? খুঁজে নাহি পায়! পরনের গেরুয়া তার বড্ড ভারী লাগে; মনে হয় যেন আষ্টেপৃষ্ঠে সে বাঁধা, অস্থির সন্নাসী আপন মনে নিজেকে শুধায়- “এতদিন পর আজ কেন মনে লাগে ধাঁধাঁ?” শ্রান্ত সন্ন্যাসী একটানে খুলে ফেলে গেরুয়া; উন্মত্ত বাতাসে তা উড়ে যায় বহুদূরে! ভুলে যায় সে ললাটে যে আঁকা আছে তিলক; বাতাসে তার দীর্ঘশ্বাস কাঁদে অপার্থিব কোন সুরে! চারণ কবি ২০শে ভাদ্র, ১৪০৬ বাং ৪ঠা সেপ্টেম্বর, ১৯৯৯ ইং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।