আমাদের কথা খুঁজে নিন

   

"বিভ্রান্তি"

.আমি একজন অতি সাধারন ভবঘুরে...

রুম এ একা বসে আছি, ফ্যানটা আজ এতো আস্তে ঘুরছে কেনো? নাহ ফ্যানতো চলছেই না।কেন চলবে? এখন তো শীত। আলোটাও কেমন জানি আধার মিক্স করা, নাকি চোখটা খানিকটা ক্লান্ত হয়ে গেছে? কয়েকদিন হলো রাতে ভালো ঘুম হচ্ছে না, মাথার মধ্যেও খানিকটা যন্ত্রনা অনুভব করছি, একটা টাফনিল খেয়ে নেবো কিনা ভাবছি, না থাক.., মাথা যন্ত্রনার মধ্যেও একধরনের মাদকতা আছে, যেটা ইচ্ছা করলে বোধহয় খানিকটা উপভোগ করাও সম্ভব, মাত্র ১০ টা বাজে কিন্তু চোখে ঝাপসা দেখছি, এটা কি মাথা যন্ত্রনার কারনে? নাকি ঘুম, নাহ্ ঘুম আসার তো কথা নয় এখনি, আর বসে থাকা সম্ভব না, একটু শোয়া দরকার বোধহয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।