আমাদের কথা খুঁজে নিন

   

বিভ্রান্তি .।.।.।

আমি মানুষ, এটাই আমার পরিচয়। আসিফ মহিউদ্দিন একেবারে মার্কা মারা নাস্তিক ব্লগার , ব্লগার দের লিস্টে অমি রহমান পিয়াল এর নাম ও আছে তাহলে এত বড় বড় রুই কাতলা থাকতে ব্লগার সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে কেন ঐ নাস্তিকতার বেড়াজালে চিহ্নিত করে আটকানো হলো তাই এখনো বুঝতে পারছি না !!! যাদের পদাঙ্ক অনুসরণ করে এইসব ইমম্যাচিউরড ছেলেপেলে ধর্ম নিয়ে নিজেদের স্মার্টনেস দেখাতে ব্যাতিব্যাস্ত সেসব গড ফাদার রা কি এতই উচ্চপদস্থ যে সরকার তাদের স্পর্শ ই করতে পারে না??? হেফাজাতে ইসলাম এর আই ওয়াশ এর জন্য সরকার খুব ভাল পন্থা নিয়েছে --- রুই কাতলা রেখে চুনোপুটি শিকারে নেমেছে!!! প্রতিটা মানুষ এর নিজ নিজ চিন্তা চেতনা প্রকাশ করার অধিকার আছে , কে আস্তিক আর কে নাস্তিক তা ব্যাক্তির সম্পূর্ণ নিজস্ব ব্যাপার - সেখানে কারো কোন হস্তক্ষেপ বাঞ্ছনীয় না ... তবে এক ই সাথে এটা ও ঠিক যে কোন মানুষ এর অধিকার নাই যে সে কারো বিশ্বাস কে আঘাত করতে পারে কিংবা কোন ধর্ম কে অপমান করতে পারে কিংবা কোন বিধাতা এবং তার অনুসারী কে অপমান করতে পারে ... যুক্তি তর্ক দিয়ে ধর্ম কে ব্যাখ্যা করা আর ধর্মকে নাস্তিকতার লেবাসে অপমান করা সম্পূর্ণ ভিন্ন ... এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার অধিকার কারো ই নাই ... সাধারন মানুষ বিনা কারনে বলির পাঠার মতো খুন হলো; সাম্প্রদায়িক নিষ্পেষণ চললো; পুলিশের উপর নির্মম অত্যাচার চললো- কবজি কেটে , মাথা থেতলে , খুন করে; ধর্মের মিথ্যা ব্যাখ্যা দিয়ে একদল হায়েনা রাজনীতির নামে বাংলাদেশে ক্যান্সারের মতো সহিংসতা কে ছড়িয়ে বেড়াচ্ছে; জামাত শিবির এর হাজার হাজার পেইজ যেখানে সমানে প্রপাগান্ডা এবং নোংড়া সব কথা ও ছবি সাধারণ মানুষ কে নিয়ে প্রচার করে যাচ্ছে - সরকার এসব বন্ধ করার কি পদক্ষেপ নিয়েছে ??? একটা ব্লগ সাইট বন্ধ করে চুনোপুটি ব্লগার দের ধরে সরকার কি প্রমাণ করতে চায় ??? কি ভ্যারিফিকেশন আছে সরকারের কাছে ???নাস্তিক ইস্যু নিয়ে বাড়াবাড়ি করার পথ সরকার ই করে দিয়েছে ... সরকারের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে তাহলে জামাত শিবির এবং তাদের দোসর রা যে যুগ যুগ ধরে ধর্মের অপব্যাখ্যা দিয়ে, ধর্ম কে ব্যাবহার করে- ধর্ম ভীরু মানুষ এর আবেগ কে ব্যাবহার করে এই দেশে রাজনীতি করে আসছে সেটা কি ধর্মীয় অনুভুতিতে আঘাত নয়? কি ব্যাবস্থা নিয়েছে সরকার এ পর্যন্ত উল্লেখিত ইস্যুতে??? নাস্তিক ব্লগার দের কম্পিউটার ল্যাপটপ সহ ধরে মিডিয়ার সামনে এমন ভাবে দাঁড় করিয়েছে যেন এরা একেকজন দাগী আসামী!!! অথচ যারা সত্যিকার এর দাগী আসামী , দুর্নীতি পরায়ণ, ধর্ম ব্যাবসায়ী তাদের নিয়ে সরকারের কোন মাথাব্যাথা নাই বরন তাদের কে অন্যায় অপরাধ করতে দিতে পেরেই সরকার গর্বিত ... খুন , ধর্ষণ , লুটপাট , দুর্নীতি - এসব নিয়ে জামাত কিংবা হেফাজাতে ইসলাম এর টনক এতদিন কোথায় ছিলো ??? একবার ও কি এসব বন্ধের ব্যাপারে তারা সরকার কে আল্টিমেটাম দিয়েছে ??? দিবে না কারণ ওদের প্রয়োজন আম, আঁটি নিয়ে ওদের মাথা ব্যাথা থাকবে না ... ভোটের রাজনীতি আওয়ামীলীগ , বি এন পি , জামাত , জাতীয় পার্টি - সবাই সমান ভাবে জানে , করে এবং উনারা মুদ্রার এপিঠ আর ওপিঠ ... প্রত্যেকে সাধারণ মানুষ কে ই বলির পাঁঠা বানিয়ে নিজেদের স্বার্থের ফসল ঘরে তুলে ...এদের কারো কারো মুক্তিযুদ্ধের চেতনাকে ট্রাম কার্ড হিসেবে ব্যাবহার করতে লাগে... এদের সবার ই রাজাকার - যুদ্ধাপরাধীদের পকেটে রাখা লাগে ...তাদের সাথে আতাত রাখা লাগে ...!!! ওরা আর বুদ্ধিজীবীদের জন্মাতে দিবে না ... ওরা নাস্তিকতার অপবাদ দিয়ে তরুণ প্রজন্মের চেতনার বহিঃপ্রকাশের পথ রুদ্ধ করে মানুষ এর সচেতনতা কে নির্মূল করার খেলায় মেতেছে ... ৭১ এ বুদ্ধিজীবী দের কে যেমন খুন করা হয়েছিলো বাংলাদেশ কে পঙ্গু করার জন্য , ঠিক এক ই খেলার অবতারণা হয়েছে এই সো কলড স্বাধীন দেশে ... চেহারা পাল্টায় কিন্তু শকুন দের স্বভাব পাল্টায় না!!! গণজাগরণ আন্দোলন থেকে নতুন কোন নেতা বা দল কে বের হয়ে আসতে দিবে না সরকার, গণজাগরণ আন্দোলন থেকে সরকারের ফসল তোলা শেষ সম্ভবত তাই এখন আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে, আঘাত করে নস্যাৎ করতে বসেছে সেই পুরনো শকুনদের আদেশ ক্রমে ... আন্দোলন নিয়ে কঠিন রাজনীতি চলছে সব গুলো দলের ভেতর ই ... তার অন্যতম হলো আমাদের সরকার দের ভুমিকা ... এই বিরুদ্ধাচরণ , তারপর গলাগলি , তারপর কাঁদা ছুড়াছুড়ি তারপর আবার বিরুদ্ধাচরণ ... তারপর কি আসতেছে তা দেখার অপেক্ষায় আছি ... বাংলাদেশে গণতন্ত্রের নামে এই অপরাজনীতি যতদিন বন্ধ না হবে ততদিন এই আন্দোলন চলতে থাকবে ... আমাদের বিজয় সুনিশ্চিত ... জয় আমাদের হবেই ... জয় বাংলা ... জয় হোক মানবতার ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।