Trying to help Distrrsed New born babies. Hope we can interchange our constructive ideas to build up a nice society
"দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন মানছে না। সরকার অনেকটা নিরুপায় হয়ে বিষয়টি জনগণকে জানানোর উদ্যোগ নিয়েছে। এদিকে আইন না মানা কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে উল্টো মামলা করেছে। " আজকের প্রথম আলোয় প্রকাশিত। আজব দেশের বাসিন্দা আমরা। সরকার নিরুপায়, তাই জনগনকে ঠিক করতে হবে, কি আইন প্রয়োগ করতে হবে। খবরের কাগজে প্রায় খবর পাওয়া যায়, ছেলে/ মেয়ে ড্রাগ নিচ্ছে, বাবা মা নিরুপায়। বাবা/ মা কি ভেবে দেখেছে, ছেলে/ মেয়ে কেন বিপথে গেল বা তাদের বিপথে যেতে কাদের সহায়তা পেল ? একই প্রশ্ন যদি করা হয়, অলিতে/ গলিতে , বাজারের মধ্যে, হোটেলের উপরে কেন বিশ্ববিদ্যালয় করতে পারল ? কারা বিদ্যালয় গড়ার কাজে সহায়তা করল? তাহলে ধরে নিতে হবে, বিশ্ববিদ্যালয় গুল নিজেদের মত করে গড়ার ক্ষমতা এদেশের অনেকেরই আছে, যাদের সরকারী আইন মানার প্রয়োজন হয় না। এ দৃশ্য এ দেশের সর্বস্তরে, শুধু বিশ্ববিদ্যালয়ে নয়। আইন প্রয়োগ করার মত সৎসাহস কি আমাদের প্রসাশাসকদের আছে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।