সময় কে জানতে চাই.. একটি অসহায় চক্রঃ
নাম দিলাম টিপু। সাধারণ একটি কেরানী পরিবারের বড় ছেলে। মোট ভাইবোনের সংখ্যা পাঁচ। বাবার আদর্শে কঠোর পরিশ্রমে ব্রতী হয়ে সাধারণ একটি কলেজ পাশ করে উচ্চ শিক্ষা লাভের আশায় দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। চলছিল বেশ।
চোখে স্বপ্ন মনে আশা বুকে দৃপ্ত অঙ্গীকার। পড়ালেখাই বরাবরই ভাল। এবার সেই চক্রের পালা-
সরকার বিশ্ববাজারের দোহাই দিয়ে সকল জিনিসের দাম বাড়িয়ে দেন।
ডিলাররা সরকারের দোহাই দিয়ে দাম বাড়িয়ে দেন।
ব্যবসায়ী সমিতি অতিরিক্ত মুনাফার আশায় কৃত্তিম সংকট তৈরি করে সেই সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেন।
গাড়ির মালিকেরা তেলের দোহাই দিয়ে ভাড়া বাড়িয়ে দেন।
বাড়ির মালিকেরা জিনিসপত্রের দোহাই দিয়ে বাড়ি ভাড়া বাড়িয়ে দেন।
টিপু নামের মেধাবী ছেলেটির স্বপ্ন ধূসর হতে থাকে। কারন সে নিরুপায় হলেও বলতে পারে না "বাবা আমার খাবারের জন্য অতিরিক্ত টাকা লাগে,আমার যাতায়াত ভাড়ার জন্য অতিরিক্ত টাকা লাগে,আমার বইয়ের জন্য অতিরিক্ত টাকা লাগে,আমার বাড়ি ভাড়া বাড়ার জন্য অতিরিক্ত টাকা লাগে;বাবা আমাকে আরও কিছু বেশি টাকা পাঠাও"
কারন টিপু নামের মেধাবী ছেলেটির ছোট্ট কেরানী বাবার বেতন যে বাড়ে না!!!!!
চক্রটি হাজার বছর ধরে পুনরাবৃত্তি ঘটায় আর টিপুর মত মেধাবী গরীব ছাত্রদের স্বপ্ন ধূসর থেকে ধূসর হতে থাকে............ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।