আমাদের কথা খুঁজে নিন

   

অসহায় পুরুষ

সত্যি পুরুষ খুব অসহায় পেশী শক্তির জন্য তাকে কলুর বলদ হয়ে যেতে হয় তার বেড়ে উঠায় সে তার মায়ের ভক্ত হলেও আস্তে আস্তে সে তার বাবার প্রতি এক ধরনের নেতিবাচক মনোবৃত্তি কাজ করে যা আবার সে বাবা হলে তার প্রতি এই আচরণ বা মনো বৃত্তি পুনরায় তার সন্তানরা করে থাকে অথচ পুরূষ হিসেবে সে সবদার্ই থাকে অসহায় , অনেক্থেই বলে পুরুষের শক্তি বেশী তা সত্ত্বেও নানান কারণে সে অসহায় রাগের প্রকাশে সে নানান সময় তার স্ত্রী সন্তানে মারলে সে আরও খারাপ হয় পুরুসকে সবাই মনে করে যে তারা প্রভাব বিস্তর করে বউদের উপর, এ নিয়ে নানান কথা শুনতে হয় স্ত্রীদের মুখথেকে সন্তান যখন বড় হয় সে তখন তার মায়ের কাছ থেকে যে সহায়থা পান তা তার বাবা দিতে পারেন না মায়ের ভক্ত হয়ে উঠে সবাই আর এতে করে আস্তে অস্তে বাবার অবস্থা খারাপ হয়, আর বাবা মার সম্পর্ক যদি খারাপ থাকে তা হলে তো কথাই নাই, এমন বাবা হন পৃথিবীর জঘন্য বাবা আমাদের সমাজে এমনকি বিশ্বেই বাবারাই সবসময় খারাপ হন বা হয়ে থাকেন মায়েরা সব সময়ই ভাল মায়ের কথায় আমরা উঠি আর বসি এতে করে বাবাদের অবস্থা আরও খারাপ হয় এটা মহিলার করে থাকেন নিজেদের অবসথানে না থেকে এক ধরনের অবুঝ মনবৃত্তি থেকে মেয়েরা মনে করে তারা সারা জীবন শুধু কষ্টই করল আর পুরুষরা শুধুই তাদের ভোগ করল অথচ পুরুসযে প্রতি ক্শনে অবহেলিত তার কথা কেউ বলে না একটা ছেলে অনেক সময় তার বাবাকে দেখতে পারে না কিন্তু মায়ের কথায় সে উঠে বসে অথচ এই ছেলেটাই যখন আবার নিচে স্বামী হন বা বাব হন তখনও সে বুঝে তার বাবা কি ছিল কেন এমন করত, তবে অনেকে সময়ই তা সে বুঝতে পারে না কারণ অনেক সময়ইতাকে বলা হয় বাবার মতো হয়ে না এতে সে আবার পরবতীর্তে তার মায়ের কথাতেই চলে আবা্রও অসহায় পুরুষ , অথচ তার বাবা কি কারণে এমন ছিল এতে তার মায়ের কোন দোষ ছিল কিনা তা সে বুঝে না সে আটকে যায় মায়ার বাধনে আমরা অনেম সময় বাবাদের অপচ্ছন্দ করি যা মূলত না বুঝেই আর এই যে চক্র তা বলবৎ সব সময় এই কারণে পুরুষ অসহায় মুখে সে অনেক কিছুই বলে না তবে নানান কর্মে তার এই খেদের প্রকাশে সে আরো অসহায় হন, আর যে পুরূষ মেনে নেন সে অনেক ভাল স্বামী , ভাই, বাবা. আর অভিনয়ে পটু হলে তো কথাই নাই, সেই সবশ্রের্ষ্ঠ... পুষের ব্যর্থতাতে কেউ মেনে নেয় না, পুরুষ যদি ব্যর্থ হয় তবে মেনে আষে অনামিষার অন্ধকার, আয় কম হলে তার পরিণতি ভয়াবঞ, অথচ এমন হতেই পারে, তবে তার পারিবারিক সামাজি সব জীবনে সে হয় নিগৃহীত, যদি এমন হয়ে যে বড় ভাইয়ের চেয়ে ছোট ভাইয়ের আয় কম হয় তবে সবার দৃষ্টি ছোট ভাইয়ের দিকেই থাকে আর এমন সময় স্ত্রীও আর ঘোরতর শত্রু বনে যায় চাকরী হারালে বা নিয়মিত প্রমোশন হলে হলে তার দাম কমথে থাকে. দুর্বিষহ হয়ে উঠে জীবন আর পুরূষ বলেই তাতে এই নিগ্রহ সহ্য করতে হয় তখন তার স্খলন হলে তো কথাই নাই আর এখনকার যুগে পুরুষ যে কত অসহায় তার প্রমাণ আর কত আমরা দিব একথা ঠিক যা চাওয়ার আগেই সব চাহিদা পূরণ করতে পারে তারা সবসময়ই ভাল আর এই ভঅল সাজতে কথ যে স্খলন তার উদাহরণ কোটি কোটি এই হল পুরু যত দোষ নন্দ ঘোষ (সংক্ষেপিত,, আরো অনেক বলার ছিল বলা হল না)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.